Tangra News: ট্যাংরার ক্রিস্টোফার রোডের আবাসনে বহিরাগতদের তাণ্ডব!
ABP Ananda LIVE: ট্যাংরার ক্রিস্টোফার রোডের আবাসনে বহিরাগতদের তাণ্ডব! বুধবার ভোররাতে আবাসনের গেট আটকে রাতভর ফুটবল খেলা চলে বলে অভিযোগ নিরাপত্তা রক্ষীরা বাধা দিলে ভিতরে ঢুকে শ’তিনেক লোক তাণ্ডব চালায় বলে অভিযোগ । লিফটে দশতলা থেকে দোতলা পর্যন্ত বিভিন্ন ফ্ল্যাটে গিয়ে ডোর বেল বাজিয়ে দরজায় লাথি মারা হয় বলে অভিযোগ । CC ক্যামেরায় বহিরাগতদের লিফটে ওঠার ছবি ধরা পড়েছে নিরাপত্তা রক্ষীরা ট্যাংরা থানায় খবর দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় । ঘটনার প্রতিবাদে গতকাল সন্ধেয় ক্রিস্টোফার রোড অবরোধ করেন আবাসিকরা । ট্যাংরা থানায় অভিযোগ দায়ের । কিন্তু এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ।
আরও পড়ুন...
রাতের কলকাতায় জয় রাইডে বেরিয়ে দুর্ঘটনা, জখম ৫
রাতের কলকাতায় জয় রাইডে বেরিয়ে দুর্ঘটনা। নিমতলা ঘাটের কাছে বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত ২ জন। গতকাল গভীর রাতে মত্ত অবস্থায় ৩ জন জয় রাইডে বেরিয়েছিলেন, অভিযোগ স্থানীয়দের । নিমতলা ঘাটের কাছে দুর্ঘটনা, গাড়ির আরোহী ও পথচারী মিলিয়ে জখম ৫। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।


















