Teachers Agitation: মিছিল করে SSC-তে ডেপুটেশনের তোড়জোড় করতেই শিক্ষক শিক্ষিকাদের বাধা করুণাময়ীতে
যোগ্য প্রার্থীদের চাকরি ফিরিয়ে দেওয়া নিয়ে শিক্ষা দফতর কী পদক্ষেপ করেছে ? কতদূর এগোল যোগ্য-অযোগ্য চাকরি প্রাপকদের তালিকা তৈরির কাজ ? তা জানতে মিছিল করে SSC-তে ডেপুটেশনের তোড়জোড় করতেই করুণাময়ীতে শিক্ষক শিক্ষিকাদের বাধা দিল পুলিশ। পরে ডেপুটেশন জমা দেয় আন্দোলনকারীদের প্রতিনিধিদল।
মিলল না মিছিলের অনুমতি। পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন যোগ্য চাকরিপ্রার্থীর। সুপ্রিম কোর্টের নির্দেশে কিছুটা স্বস্তি পেয়েছেন ২০১৬ সালের চাকরিপ্রাপকরা।
১৬ জুলাই পর্যন্ত চাকরি বহাল রয়েছে ২৫ হাজার ৭৫৩ জনের। কিন্তু যোগ্য-অযোগ্য চাকরি প্রাপকদের তালিকা তৈরি কতদূর এগোল? তা জানতে চেয়ে এদিন করুণাময়ী থেকে মিছিল করে SSC, বিকাশ ভবন ও মধ্যশিক্ষা পর্ষদের অফিসে ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত নেন 'যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ: ২০১৬'-র সদস্যরা। কিন্তু অনুমতি দেয়নি পুলিশ।



















