Kolkata News: লেকটাউনে মহিলাকে কটূক্তি, প্রতিবাদে মারধরের অভিযোগ, গ্রেফতার ২
ABP Ananda Live: এবার লেকটাউনে আক্রান্ত প্রতিবাদী। মহিলাকে কটূক্তি, প্রতিবাদ করায় স্বামীকে মারধরের অভিযোগ মত্ত যুবকদের বিরুদ্ধে। ২ জন গ্রেফতার হলেও বাকি অভিযুক্তরা পলাতক। গতকাল লেকটাউনের বিসর্জন ঘাটের পাশ দিয়ে যাওয়ার সময় কটূক্তি। স্ত্রীকে কটূক্তি করায় প্রতিবাদ করলে স্বামীকে মারধরের অভিযোগ। বাঁচাতে গেলে মহিলারও শ্লীলতাহানির অভিযোগ মত্ত যুবকদের বিরুদ্ধে। মহিলার চিৎকারে ঘটনাস্থলে আসে লেকটাউন থানার পুলিশ। ২ অভিযুক্ত হাতেনাতে গ্রেফতার।
আরও খবর, 'চার্জশিট দেওয়া হয়েছে, তার মানেই এই নয় যে তদন্ত শেষ'। সন্দীপ-অভিজিতের ফের জেল হেফাজত চেয়ে সওয়াল CBI-এর। 'তথ্যপ্রমাণ যা আছে, তা পরীক্ষা হচ্ছে, তাই FIR-এ দেরি'। রহস্য কি তা জানার চেষ্টা চলছে, কোর্টে সওয়াল CBI-এর। 'চার্জশিটে নাম নেই, তাও তথ্য প্রমাণ নষ্টের আশঙ্কা!'


















