
Kolkata Vegetable Prices: শীতের শুরুতেই সবজির চড়া দাম, হানা রাজ্য সরকারের টাস্ক ফোর্সের
ABP Ananda Live: শীতের শুরুতেই সবজির চড়া দাম। শীতকালীন সবজি শুধু নয়,আলু-পেঁয়াজেরও দাম বেশি। পেঁয়াজের দাম প্রতি কেজি ৮০ টাকা। জ্যোতি আলু বিকোচ্ছে ৩০-৩৫ টাকায়, চন্দ্রমুখী আলু এক কেজির দাম ৪০ টাকা। কাঁচা লঙ্কা, গাজর ১০০ টাকা কেজি। আদা-রসুনের দামও আকাশছোঁয়া। আনাজপাতির দাম বাড়ায় মধ্যবিত্তের পকেটে টান। জোগান কম, তাই দাম বেড়েছে, দাবি বিক্রেতাদের। এদিন মানিকতলা বাজারে হানা দেয় রাজ্য সরকারের টাস্ক ফোর্স। কেন শীতের সবজির এত দাম, প্রশ্ন করা হয় বিক্রেতাদের। বাজারে টাস্ক ফোর্স থাকলে দাম কমছে, চলে গেলে যে কে সেই, দাবি ক্রেতাদের।
আরও খবর, কলকাতার ট্যাব কেলেঙ্কারিতে শিলিগুড়ি থেকে ৩ জনকে গ্রেফতার করল কলকাতা গোয়েন্দা পুলিশ। ধৃতদের মধ্যে একজন উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা, পেশায় প্রাথমিক স্কুলেরশিক্ষক। এর পাশাপাশি, ট্যাব কেলেঙ্কারিতে চোপড়ার এক বাসিন্দাকে কলকাতার বিধাননগর এলাকা থেকে গ্রেফতার করেছে ঝাড়গ্রাম জেলার পুলিশ। ট্যাব কেলেঙ্কারিতে সাবির আলম নামে এক ব্যক্তিকেও গ্রেফতার করেছে হবিবপুর থানার পুলিশ। ধৃতের বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে।

সেরা শিরোনাম
ট্রেন্ডিং
