India vs New Zealand: চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া, মরুশহরে রুদ্ধশ্বাস জয় | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া, মরুশহরে রুদ্ধশ্বাস জয় । দুবাইতে ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া । নিউজিল্যান্ডকে হারিয়ে ৪ উইকেটে জয় রোহিত ব্রিগেডের । ৮৩ বলে ৭৬ রান করেন রোহিত শর্মা, ৪৮ রান করেন শ্রেয়স । প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৫১ রান করে নিউজিল্যান্ড । ৪৯ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ী ভারত । এনিয়ে ৩বার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারত
২৫ বছর পরে নিউজিল্যান্ড হারিয়ে টিম ইন্ডিয়ার বদলা
ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। ব্যাস, গৌতম গম্ভীর চেয়েছিলেন তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও খেলাতে। তবুও সম্ভাব্য দলে প্রথমে সুযোগ পাননি। যশস্বী জয়সওয়ালকে বাদ দেওয়া হয়েছিল শেষ মুহূর্তে। আর বুমরার চোট পেয়ে ছিটকে যাওয়া কোথায় একটা বরুণ চক্রবর্তীর জন্য সুযোগ চলে আসে। কিউয়িদের বিরুদ্ধে লিগ ম্য়াচে পাঁচ উইকেট নেওয়াই হয়ত কেকেআর স্পিনারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন করে নিজেকে মেলে ধরার রাস্তা তৈরি করে দেয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। টানা তিনটি ম্য়াচ খেলে শেষ পর্যন্ত ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্য এখন বরুণ। খেলার শেষে স্বপ্নপূরণের আনন্দে চোখে জল বরুণের।






















