Kolkata News: রাজ্য সরকারের উদ্যোগে দুঃস্থ যাত্রাশিল্পী এবং কলাকুশলীদের এককালীন আর্থিক অনুদান। ABP Ananda Live
গিরিশ মঞ্চে রাজ্য সরকারের উদ্যোগে দুঃস্থ যাত্রাশিল্পী এবং কলাকুশলীদের এককালীন আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান। ছিলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী ও পশ্চিমবঙ্গ যাত্রা অ্যাকাডেমির সভাপতি অরূপ বিশ্বাস। জগন্নাথের রথের রশিতে টান পড়তেই উৎসব শুরু হয়ে যায় চিৎপুরের যাত্রাপাড়ায়৷ রীতি মেনে রথের দিন শুরু হয় যাত্রার বুকিং। আর, এই বিশেষ দিনই রাজ্য সরকারের উদ্যোগে দুঃস্থ যাত্রাশিল্পী এবং কলাকুশলীদের এককালীন আর্থিক অনুদান প্রদান করা হল। গিরিশ মঞ্চের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী ও পশ্চিমবঙ্গ যাত্রা অ্যাকাডেমির সভাপতি অরূপ বিশ্বাস। আর্থিক অনুদান প্রদানের পাশাপাশি যাত্রা অ্যাকাডেমিক পোস্টার প্রদর্শনীর উদ্বোধনও হল এদিন। সর্বাধিক পালা করেছে এরকম তিনটি যাত্রার দলকে এদিন পুরস্কৃত করা হয়। মন্ত্রী এবং যাত্রা অ্যাকাডেমির সভাপতি অরূপ বিশ্বাস বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৈরি হওয়ার পর যাত্রাশিল্পে উন্নয়নের জন্য বহু কাজ হয়েছে, এখন মধ্যগগনে রয়েছে যাত্রাশিল্প।