Konnagar News : হাসপাতাল থেকে আপাতত ছাড়া হল কোন্নগরের কিশোরকে
ABP Ananda LIVE : কোন্নগরে কিশোরকে নির্মম নির্যাতন, এখনও অধরা অভিযুক্ত। আম পাড়তে যাওয়ায় কোন্নগরের কিশোরকে বেধড়ক মারধর।পেরেক লাগানো লাঠি দিয়ে মার, চোখে-মুখে ঘুষি মারার অভিযোগ ।মাথায় রক্ত জমা, চোখের নীচের হাড় ভেঙেছে, দাবি পরিবারের।হাসপাতাল থেকে আপাতত ছাড়া হল কোন্নগরের কিশোরকে ।একাধিক পরীক্ষা-নিরীক্ষার পর ছাড়া হল কিশোরকে ।টোটোচালকের বিরুদ্ধে মারধরের অভিযোগ পরিবারের ।ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ।আজ কিশোরের বাড়িতে যায় বিজেপির প্রতিনিধি দল ।
দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে বাংলাদেশি ভোটারের খোঁজ
বাংলাদেশের ছাত্র আন্দোলনের মুখ ভারতের ভোটার! দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে বাংলাদেশি ভোটারের খোঁজ। বাংলাদেশে অগাস্ট আন্দোলনের অন্যতম মুখ ছিলেন অভিযুক্ত নিউটন দাস। বাংলাদেশের আন্দোলনে নিউটনের যোগ দেওয়ার ছবি ভাইরাল। নিউটন দাস বাংলাদেশেরও ভোটার, স্বীকার নিউটনের দাদার। কিছুদিন আগেও কাকদ্বীপের সুভাষনগরে থাকতেন নিউটন, দাবি দাদার। কাকদ্বীপের মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের। নিউটন কাকদ্বীপের TMCP কর্মী, দাবি বিরোধীদের। অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের সক্রিয় কর্মী ছিলেন, অভিযোগ বিরোধীদের। স্থানীয় TMCP নেতা দেবাশিস দাসের সঙ্গে নিউটনের ছবি ঘিরে বিতর্ক।



















