![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Kulti Shoot Out: কুলটির চিনাকুড়িতে জনবহুল এলাকায় শ্যুটআউট। জখম এক দুষ্কৃতী | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কুলটির চিনাকুড়িতে জনবহুল এলাকায় শ্যুটআউট। তৃণমূলের জেলা চেয়ারম্যান ও প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে এলোপাথাড়ি গুলিতে জখম হল এক দুষ্কৃতী। স্থানীয় সূত্রে খবর, রাত ৯টা নাগাদ ৩-৫ জন দুষ্কৃতী বাইকে করে এসে গুলি চালায়। কৃষ্ণ নুনিয়া নামে ওই দুষ্কৃতীর শরীরে ৩টি গুলি লাগে বলে পুলিশের দাবি। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে আসানসোল জেলা হাসপাতাল ও পরে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দুষ্কৃতীদের মধ্যে পুরনো শত্রুতার জেরেই হামলা বলে পুলিশের দাবি। চিনাকড়ির ওই এলাকায় ECL-এর আবাসন রয়েছে। গুলি চলার ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।
নেতাজিনগর সর্বজনীনের পুজোর ৭৫ বছর। মণ্ডপে ফুটিয়ে তোলা হচ্ছে গ্রাম বাংলা। পাড়ার বাসিন্দারা নিজেরাই হাতে-হাতে ফুটিয়ে তুলছেন থিম। এবার ৫০ বছরে পা দিল মধ্যপাড়া আবাহনী ক্লাবের পুজো। আর জি কর-কাণ্ডের পর পুজো হচ্ছে আড়ম্বরহীনভাবে। এই দুটো পুজোই ফিরিয়ে দিয়েছে রাজ্য সরকারের অনুদান। জাঁকজমক না করেই পুজো করার সিদ্ধান্ত নিয়েছে ভবানীপুরের মল্লিকবাড়িও।
![TMC News: উত্তর ব্যারাকপুরের উপ-পুরপ্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার। ABP Ananda live](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/16/cf6418733b68421dc4942981c31b52361731745385750967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Kolkata News: তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনায় পলাতক অন্যতম অভিযুক্ত ইকবাল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/16/f66096a5f505ab72583f02748850d5a71731742091850967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Lottery Scam: লটারি কেলেঙ্কারির জের, লেক রোড, লেক মার্কেট থেকে মাইকেলনগর, তল্লাশি অভিযান ED-র](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/16/e2c3e56677cbbcad1b9723a40a47f32e1731742128613535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Anubrata Mondal : তিহাড় থেকে ফেরার পর আজ প্রথম কোর কমিটির বৈঠকে মুখোমুখি হবেন অনুব্রত-কাজল শেখ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/16/8d5a6bc4aa3d6d35972503a68c86ba5b1731741191301535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![TMC News: কসবার তৃণমূল কাউন্সিলারের উপর হামলা, গ্রেফতার ট্যাক্সিচালক। ABP Ananda live](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/16/ef78a71b6ddea07e74d312f3f02bc2601731740950173967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
সেরা শিরোনাম
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)