Loksabha Election 2024: গণনা কেন্দ্রে ঢুকে ভয় দেখাতে পারেন অর্জুন সিং, আশঙ্কা প্রকাশ করে কমিশনকে চিঠি পার্থর | ABP Ananda LIVE
বিজেপি প্রার্থী অর্জুন সিং গণনা কেন্দ্রে ঢুকে বিরোধীদলের এজেন্টদের ভয় দেখিয়ে গণনা প্রক্রিয়া প্রভাবিত করতে পারেন এমনই আশঙ্কায় এবার নির্বাচন কমিশনে চিঠি দিলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী। যদিও, পার্থ ভৌমিক অভিযোগ উড়িয়ে দিয়েছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং।
অর্জুন সিং-এর পর পার্থ ভৌমিক, ব্যারাকপুরের বিজেপি প্রার্থীর পর এবার তৃণমূল প্রার্থী দ্বারস্থ হলেন নির্বাচন কমিশনের। তাঁর আশঙ্কা, বিজেপি প্রার্থী অর্জুন সিং গণনা কেন্দ্রে ঢুকে বিরোধীদলের এজেন্টদের ভয় দেখিয়ে গণনা প্রক্রিয়া প্রভাবিত করতে পারেন। এই মর্মেই নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন পার্থ ভৌমিক।
তাঁর দাবি, ২০১৯-এর লোকসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী ও অস্ত্রশস্ত্র নিয়ে গণনা কেন্দ্রে ঢুকে তৃণমূল এজেন্টদের ভয় দেখিয়ে বার করে দেন অর্জুন। তাঁর আশঙ্কা, ২০২৪-এও পুনরাবৃত্তি হতে পারে।
![Mamata Banerjee: 'দিল্লিতে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনা হৃদয় বিদারক',পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/327cdf347c924c30c9d26015b04094b51739704301642894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)