Post Poll Violence: আমডাঙায় INTTUC নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে
ABP Ananda LIVE: আমডাঙায় (Amdanga)আইএনটিটিইউসি (INTTUC)নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, রাতে তৃণমূলের অটো ইউনিয়নের নেতা আব্দুল হান্নানের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ঘরে ঘুমিয়েছিলেন আইএনটিটিইউসি নেতা। অল্পের জন্য রক্ষা পান তিনি, বোমার আঘাতে তাঁর বাড়ির টালির চাল ভেঙে যায়। কী কারণে বোমাবাজি, খতিয়ে দেখছে আমডাঙা থানার পুলিশ।
NEET-দুর্নীতির অভিযোগে বিভিন্ন আবেদনের প্রেক্ষিতে নোটিস জারি করল সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চ। ২৪ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৫৬৩ জনকে গ্রেস মার্ক। ৭২০-র মধ্যে ৭২০ পেয়ে প্রথম স্থানে ৬৭ জন। প্রশ্ন ফাঁসের পাশাপাশি, উঠেছে পরীক্ষায় কারচুপির অভিযোগ। ডাক্তারিতে ভর্তির অভিন্ন প্রবেশিকা NEET-এর ফল প্রকাশের পরই তুঙ্গে উঠেছে বিতর্ক। দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্টে জমা পডেছে একাধিক আবেদন। শুক্রবার সেই সব আবেদনের শুনানি হয় বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার অবকাশকালীন বেঞ্চে। NTA এবং অন্য আদালতে মামলাকারীদের নোটিস জারি করে সর্বোচ্চ আদালতের নির্দেশ, ২ সপ্তাহের মধ্যে দিতে হবে উত্তর। গত ৪ জুন, লোকসভা ভোটের ফল প্রকাশের দিন NEET-এর ফল প্রকাশ করে পরীক্ষা নিয়ামক সংস্থা NTA. তারপরই দানা বাঁধে বিতর্ক।সুপ্রিম কোর্ট সহ একাধিক হাইকোর্টে দায়ের হয় মামলা।
![Arms Recovery: কার্তুজ-কাণ্ডে ধৃত নদিয়ার শান্তিপুরের বাসিন্দা জয়ন্ত দত্ত, কী বললেন অভিযুক্তর স্ত্রী ? | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/305cfaafb67c748d3c56acf4b55e17e41739705934458894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Mamata Banerjee: 'দিল্লিতে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনা হৃদয় বিদারক',পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/327cdf347c924c30c9d26015b04094b51739704301642894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Arms Recovery : নিজের বাড়িতে বসেই বারুদের চক্র চালাত হাজি রশিদ মোল্লা ? কার্তুজকাণ্ডে তদন্তে STF](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/defd4daf86941af4981ebbe489531b051739699967550535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Arms Recovery : ফারুককে অস্ত্রের যোগান দিত কে ? কার্তুজকাণ্ডে ধৃতের রিপোর্টে চাঞ্চল্য](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/e4836b9e135ed639c111f9afe78b462d1739699176281535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Kultali Arms Recovered : ফের দক্ষিণ ২৪ পরগনায় অস্ত্র উদ্ধার। জীবনতলার পর এবার কুলতলির দেউলবাড়ি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/4a0b244a1d2d329e4c9e3425b40b1f311739696935206535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)