Suvendu Adhikari: শুভেন্দুর চ্য়াংদোলা মন্তব্য়ের প্রেক্ষিতে, FIR প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ২০২৬-এর বিধানসভা ভোটে তৃণমূলের যে মুসলিম বিধায়করা জিতবেন, তাঁদের চ্য়াংদোলা করে ফেলে দেওয়ার হুঁশিয়ারি শোনা গেছে শুভেন্দু অধিকারীর মুখে। তার প্রেক্ষিতে এবার, বিরোধী দলনেতার বিরুদ্ধে FIR করার দাবি তুললেন তৃণমূল সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। এদিকে, শুভেন্দু অধিকারীর তৃণমূলের সংখ্য়ালঘু বিধায়কদের নিয়ে করা মন্তব্য়ের প্রেক্ষিতে, উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানায় FIR করলেন, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক, আলি ইমরান রামজ ওরফে ভিক্টর। তাঁর দাবি, বিরোধী দলনেতার মন্তব্য়, সাম্প্রদায়িক ভাবাবেগে আঘাত দিয়েছে। শুভেনদু অধিকারীকে গ্রেফতার করা হল না কেন, সেই প্রশ্নও তুলেছেন কংগ্রেস নেতা।
ডাক্তারির ছাত্রকে শোকজ, প্রতিবাদে উত্তরবঙ্গ মেডিক্যালে তুলকালাম
ডাক্তারির ছাত্রকে শোকজ, প্রতিবাদে উত্তরবঙ্গ মেডিক্যালে তুলকালাম । অনুমতি ছাড়াই সেমিনার হল খুলে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দেখার অভিযোগে। সানি মান্না নামে ডাক্তারির ছাত্রকে শোকজের প্রতিবাদে বিক্ষোভ। উত্তরবঙ্গ মেডিক্যালের ডিনকে ঘিরে ছাত্রছাত্রীদের একাংশেরব বিক্ষোভ। ডিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ তৃণমূলপন্থী ডাক্তারদের। কলেজের ভিতরে তৃণমূল ও বামপন্থী ছাত্রদের মধ্যে বচসা-উত্তেজনা। গত ৯ মার্চ ভারত-নিউজিল্যান্ডের ম্যাচ দেখছিল তৃণমূলপন্থী ডাক্তাররা। ক্লাসরুমের ভিতরে ম্যাচ দেখার আয়োজন করে তৃণমূলপন্থী ডাক্তাররা। গতকাল সানি মান্না নামে এক ইন্টার্নকে শোকজ করে ডিন । কোন তথ্যের ভিত্তিতে শোকজ করা হল সানি মান্নাকে? অভিযোগ তুলে ডিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ তৃণমূলপন্থী ডাক্তারদের। যদিও এই বিষয়ে মুখ খুলতে চায়নি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।


















