Dilip Ghosh: 'বাংলায় সংগঠন শুয়ে পড়েছিল, গ্রামে গ্রামে গিয়ে সংগঠন তৈরি করেছিলাম' বিস্ফোরক দিলীপ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: 'মেদিনীপুর থেকে সরানোর সিদ্ধান্ত ঠিক ছিল না প্রমাণ হয়ে গেছে'। ভোটে হেরে দলের সিদ্ধান্ত নিয়ে ফের বিস্ফোরক দিলীপ ঘোষ । 'বাংলায় সংগঠন শুয়ে পড়েছিল, গ্রামে গ্রামে গিয়ে সংগঠন তৈরি করেছিলাম' । 'দলের সবাই আমার পক্ষে ছিল' । 'দলের সিদ্ধান্ত ঠিক ছিল না প্রমাণ হয়ে গেছে' । 'সংগঠনের দুর্বলতা ছিল, প্রমাণ হয়ে গেছে, তাই ভোট কমেছে' । মন্তব্য প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষের
আসন বদলে গিয়েছিল। নতুন আসনে প্রচার করেছেন। তবুও ভোটের লড়াইয়ে হেরে গিয়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh Defeat)। তারপরেই একের পর এক বিস্ফোরক মন্তব্য় দিলীপ ঘোষের। ফল বেরনোর দিনই এবিপি আনন্দে দেওয়া সাক্ষাৎকারে তাঁর গলায় শোনা গিয়েছিল ক্ষোভের সুর। দলাদলি ও 'কাঠিবাজি'র কারণে হার হয়েছে বলে জানিয়েছিলেন তিনি। আসন বদল নিয়েও তাঁর গলায় ছিল উষ্মা। ফের দলীয় সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন তিনি। ভোটে হেরে দলের সিদ্ধান্ত নিয়ে ফের বিস্ফোরক দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ এদিন বলেন, 'মেদিনীপুর (Medinipur) থেকে সরানোর সিদ্ধান্ত ঠিক ছিল না প্রমাণ হয়ে গেছে।' বাংলায় দলের সংগঠন নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, 'বাংলায় সংগঠন শুয়ে পড়েছিল, গ্রামে গ্রামে গিয়ে সংগঠন তৈরি করেছিলাম। দলের সবাই আমার পক্ষে ছিল। দলের সিদ্ধান্ত ঠিক ছিল না প্রমাণ হয়ে গেছে।' প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষের দাবি, 'সংগঠনের দুর্বলতা ছিল, প্রমাণ হয়ে গেছে, তাই ভোট কমেছে।'