Bhangar News: ভাঙড় থানার ঢিল ছোড়া দূরত্বে চোর সন্দেহে বছর ৫০-র এক ব্যক্তিকে দোকানে বেঁধে বেধড়ক মার
ABP Ananda LIVE: এবার ভাঙড় থানার ঢিল ছোড়া দূরত্বে চোর সন্দেহে বেধড়ক মারধর। বছর পঞ্চাশের এক ব্যক্তিকে দোকানে বেঁধে বেধড়ক মারার অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে। আজ ভোররাতে ভাঙড় বাজারে ঘটনাটি ঘটে। মৃতের নাম আজগর মোল্লা। স্থানীয়দের দাবি, নৈশ নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কয়েকদিন ধরে ভাঙড় বাজারে চুরির ঘটনা ঘটছিল। অভিযোগ, ওই ব্যক্তিকে চোর সন্দেহে ধরে ফেলে একটি দোকানের সঙ্গে বেঁধে পিটিয়ে মারে স্থানীয়রা। ঘটনাস্থল থেকে ৫০০ মিটার দূরে ভাঙড় থানা। এরপরও দেহ দীর্ঘক্ষণ পড়ে ছিল বলে অভিযোগ উঠেছে। মৃতের পরিবারই দেহ বাড়িতে নিয়ে চলে যায়।
ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে প্রথম চার্জশিটে চাঞ্চল্যকর দাবি করল NIA. বৃহত্তর ষড়যন্ত্রে জড়িত বলে দাবি করে চার্জশিটে দুই তৃণমূল নেতা মানবকুমার পড়ুয়া ও নবকুমার পাণ্ডার নাম উল্লেখ করেছে কেন্দ্রীয় এজেন্সি। চার্জশিটে NIA-র দাবি, বিস্ফোরক জোগান দিয়েছিলেন তৃণমূল কর্মী পঞ্চানন গড়াই। তৃণমূলের বুথ সভাপতি বলাইচরণ মাইতি, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানবকুমার পড়ুয়া ও তৃণমূল কর্মী নবকুমার পাণ্ডার দায়িত্ব ছিল লজিস্টিক সাপোর্ট দেওয়া। NIA-র দাবি, ভূপতিনগরে বোমা তৈরি করে, আগ্নেয়াস্ত্র দেখিয়ে সাধারণ মানুষকে বাধ্য করা হত সভায় যেতে। সভায় না গেলে রান্নাঘরে বোমা রেখে দেওয়ার হুমকি দেওয়া হয়। ক্ষমতা দেখাতে গ্রামেই পুকুর পাড়ে চলত বোমা টেস্টিং, চার্জশিটে দাবি NIA-র।