Lynching Incident : মহেশতলাকাণ্ডের ৯দিন পার, এখনও নিখোঁজ ইসলামপুরের বাসিন্দা নির্যাতিত নাবালক
ABP Ananda LIVE: মহেশতলাকাণ্ডে এখনও নিখোঁজ নির্যাতিত নাবালক । পোশাক কারখানার আশপাশে পুলিশের তল্লাশি । চোর অপবাদে উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রিক শক! । মূল অভিযুক্ত-সহ ৫জন গ্রেফতারের পরেও নিখোঁজ কিশোর ।
চোর অপবাদে উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রিক শক, এখনও নিখোঁজ নাবালক
মহেশতলাকাণ্ডে (Maheshtala Child Labor Missing) এখনও নিখোঁজ নির্যাতিত নাবালক। যেখানে ঘটনা ঘটেছে সেই পোশাক কারখানার আশপাশে তল্লাশি চালায় পুলিশ। চোর অপবাদে উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রিক শকে দেওয়ার ঘটনায় ইতিমধ্যেই মূল অভিযুক্ত-সহ ৫জন গ্রেফতার করা হয়েছে। মোবাইল চোর সন্দেহে উল্টো ঝুলিয়ে নির্মম নির্যাতন করা হয়েছিল ১৪ বছরের নাবালককে। নির্যাতনের সেই ভিডিও ভাইরাল হওয়ার কারখানার মালিক সহ ৪ জনকে গ্রেফতার করা হলেও, এখনও পর্যন্ত নিখোঁজ ওই নাবালক। শুক্রবার, নাবালকের খোঁজে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার ওই পোশাক কারখানায় আসে রবীন্দ্রনগর থানার স্পেশাল টিম। কারখানা ও তার আশপাশে তন্ন তন্ন করে খুঁজেও কোনও হদিশ মেলেনি তার। মাটি খুঁড়ে দেখা হয়েছে। তারপরও কিছু খুঁজে পাওয়া যায়নি।


















