Madhyamik Exam: মাধ্যমিকে ১২ হাজার খাতায় ভুল ! মেধা তালিকায় স্থান বদলাল ৪ পরীক্ষার্থীর | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: মাধ্যমিকে ১২ হাজার খাতায় ভুল ! ১২ হাজার ৪৬৮ টি উত্তরপত্রে স্রেফ নম্বর যোগে গন্ডগোল । স্ক্রুটিনিতে নম্বর বাড়ল ২২ পর্যন্ত । মেধা তালিকায় স্থান বদলাল ৪ পরীক্ষার্থীর । প্রথম দশের মেধা তালিকায় ঢুকে পড়ল আরও ৭ জন । ৬৩ লক্ষের মধ্যে ১২ হাজার খাতায় ভুল, এটাও কাম্য নয়, সাফাই পর্ষদ সভাপতির । ১০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে আগামী মাধ্যমিক পরীক্ষা, জানাল পর্ষদ
প্রবল বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের (delhi airport) ছাদ ধসে পড়ার ঘটনায় বিজেপি এবং নরেন্দ্র মোদি সরকারকে নিশানা করলেন জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। তিনি নরেন্দ্র মোদি সরকারকে নিশানা করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি পোস্ট করেছেন ।
মল্লিকার্জুন খার্গে লিখছেন, 'গত ১০ বছরে দুর্বল পরিকাঠামো তাসের ঘরের মতো ভেঙে পড়ার জন্য মোদি সরকারের দুর্নীতি এবং অপরাধমূলক অবহেলা দায়ী।' তিনি আরও লিখেছেন যে কোন কোন পরিকাঠামো এই ১০ বছরে তৈরি হয়েছে এবং সেগুলির কী পরিস্থিতি তৈরি হয়েছে।