এক্সপ্লোর
Malda: টানা বৃষ্টিতে চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি, মাথায় হাত কৃষকদের । Bangla News
টানা দুর্যোগ। তার জেরে ডায়মন্ড হারবারে, লোকালয়ে ধস নেমেছে। ফাটল দেখা দিয়েছে একাধিক বাড়িতে। নিরাপদ স্থানে সরানো হয়েছে বাসিন্দাদের। অন্যদিকে, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে মালদায়, ফসলে ব্যাপক ক্ষতি। মাথায় হাত কৃষকদের। দুর্যোগ কেটে গেলেও, এখনও একাধিক জায়গায় তার দগদগে ক্ষতচিহ্ন। টানা বৃষ্টিতে, মালদায় চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শীতের আগে, ফুলকপি, বাঁধাকপির চাষ করেছিলেন মালদার মানিকচকের নুরপুর, নাজিরপুরের কৃষকরা। কিন্তু, জমিতে জল জমে, মাঠেই নষ্ট হয়ে গেছে ফসল।
আরও দেখুন






















