Malda: 'কাটমানি না দিলে একশো দিনের কাজ মিলবে না', সুপারভাইজারের হুমকি ঘিরে শুরু রাজনৈতির তরজা | Bangla News
একশো দিনের কাজ দিতে শ্রমিকদের কাছ থেকে চার হাজার টাকা করে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল সুপারভাইজারের বিরুদ্ধে। মালদার (Malda) চাঁচলে মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। অভিযোগ, চার হাজার টাকা কাটমানি না দিলে মিলবে না একশো দিনের কাজ, সুপারভাইজার এভাবেই হুমকি দিচ্ছেন বলে গ্রামবাসীদের একাংশের অভিযোগ। বিডিও-র (BDO) কাছে অভিযোগও জানিয়েছেন তাঁরা। কাটমানি (Cut Money) নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সুপারভাইজার। বিজেপির অভিযোগ, সুপারভাইজারকে সামনে রেখে কাটমানি নিচ্ছেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান। বিষয়টি জানা নেই, অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপপ্রধানের। তদন্তের আশ্বাস দিয়েছেন বিডিও।
![Malda News: গুলি চালিয়ে টুর্নামেন্টের উদ্বোধন, চাঞ্চল্য মালদায়](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/24/329c23b9772dd1df40c5fe26150420191737708961307967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)