Malda News: মালদা জেলা আদালতে নিয়ে আসা হল তৃণমূল নেতা খুনে অভিযুক্ত ৩ জনকে | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বছরের শুরুতেই গুলিতে ঝাঁঝরা তৃণমূল নেতা, গ্রেফতার ৩ । তৃণমূল নেতা খুনে মূল চক্রী রোহন নামে একজনের খোঁজে পুলিশ । রোহনের সঙ্গে দুলালের ব্যক্তিগত শত্রুতা, কাজে লাগাল অন্য কেউ? । তৃণমূল কাউন্সিলরের উপর হামলার পর থেকেই উধাও রোহন । বিহারের সুপারি কিলার-সহ ৩জন গ্রেফতার, উদ্ধার আগ্নেয়াস্ত্র । ১০দিন ধরে রেকি, দোকানে ঢুকে তৃণমূল জেলা সহ সভাপতিকে খুন । ১০ দিন ধরে মালদায় ঘাঁটি আততায়ীদের, জানতেই পারল না কেউ! । কেন খুন, নেপথ্যে কার সুপারি? ৩জনের গ্রেফতারির পরেও রহস্য । 'বড়দিন থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে তৃণমূল নেতা দুলালকে খুনের ছক' । উইন্টার কার্নিভাল চলায় ভেস্তে যায় খুনের ছক, খবর পুলিশ সূত্রে । দুলাল সরকারকে খুনে ১০ লক্ষের সুপারি, দাবি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর । কিন্তু কেন খুনের সুপারি? তৃণমূল নেতা খুনের একদিন পরেও রহস্য
আরও খবর...
আর জি কর-কাণ্ডে শিল্পীদের বয়কট-বিতর্কে নিয়ে তৃণমূলে ধুন্ধমার। অভিষেকের মন্তব্যকে 'চ্যালেঞ্জ' কুণালের। দলের অন্দরেই 'চ্যালেঞ্জের' মুখের অভিষেকের মন্তব্য! 'আমার অবস্থানে আমি অনড়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তই শেষ কথা। ওই সময়ে অভিষেক চিকিৎসার জন্য বাইরে ছিলেন। কোন শিল্পীদের বয়কট করতে হবে, দলের বিভিন্ন গ্রুপে এই মর্মে মেসেজও গেছিল', শিল্পীদের বয়কট-বিতর্কে দাবি কুণাল ঘোষের
বাংলায় পরপর জালে জঙ্গি, BSF-কে নিশানা মমতা, অভিষেকের। 'এখানে গুন্ডা পাঠাচ্ছে, বর্ডার দিয়ে খুন করছে চলে যাচ্ছে। এটা BSF-র ভিতরের কাজ, কেন্দ্রের ব্লুপ্রিন্ট আছে', অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে বাংলাকে বদনামের চেষ্টা, আক্রমণ মুখ্যমন্ত্রীর