Ukraine Crisis : 'সাইরেন বাজালেই বাঙ্কারে লুকোতে হয়েছে', আতঙ্কের অভিজ্ঞতা শোনালেন ইউক্রেন ফেরত মালদার সোহান।Bangla News
ইউক্রেন থেকে অবশেষে বাড়ি ফিরলেন মালদার ইংরেজবাজারের বাসিন্দা সোহান মহালদার। সাইরেন বাজলেই বাঙ্কারে লুকোতে হয়েছে। বাইরে বন্দুকধারী সেনার ঘোরাফেরা। যুদ্ধভূমিতে কয়েকদিন কাটিয়ে মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন। কোনওমতে বাড়ি ফিরতে পেরেছেন। তবে ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। সেই অভিজ্ঞতাই ভাগ করে নিলেন ইউক্রেন-ফেরত ডাক্তারি পড়ুয়া।
অন্যদিকে, ডাক্তারি পড়তে গিয়ে ইউক্রেনে শহরে আটকে পড়েছিলেন উত্তর ২৪ পরগনার হাবড়ার বাসিন্দা নিশা বিশ্বাস। দুশ্চিন্তায় ঘুম উড়েছিল পরিবারের। ২০২১-এ ইউক্রেনে যান নিশা। যুদ্ধ শুরুর পর কোনওমতে পৌঁছন সীমান্তে। শেষপর্যন্ত বাড়ি ফেরা সম্ভব হলেও আতঙ্ক কাটছে না ইউক্রেন-ফেরত মেডিক্যাল পড়ুয়ার।






















