Mamata Banerjee: 'ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন', কার্তিক মহারাজকে নিশানা মমতার
ধর্মের নামে বিজেপি করার অভিযোগে ফের আক্রমণে মুখ্যমন্ত্রী। মমতা বলেন, 'খবর আমিও রাখি। এলাকায় এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান। আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন। লুকিয়ি লুকিয়ে কেন? আমি তাই বলেছি, আমি যেটা বলি আমি সেটা প্রমাণ ছাড়া বলি না।'
মমতা এও বলেন, 'আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই, আমি কেন একটা ইন্সস্টিটিউশনের বিরুদ্ধে হব? আর আমি অসম্মানই বা কেন করব? আমি তো কয়েকদিন আগেও মহারাজ অসুস্থ ছিলেন, তাঁকে দেখতে গেছিলাম, সেটা নয়, আমি বলেছি দু-একজনের কথা, আমি আজ নয়, গঙ্গাসাগরে ভারত সেবাশ্রম সঙ্ঘের অফিস আছে, আশ্রম আছে, ওরা এত ভাল, ওরা সত্যি আমাকে খুব ভালবাসে এবং মানুষের কাজ করে। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তাঁর নাম কার্তিক মহারাজ তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি তৃণমূল কংগ্রেসের, ভোটের দু-দিন আগে, মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন, তার হোতা ছিলেন উনি, আমি সেই জন্য বলেছিলাম।'