Mamata Banerjee: 'অগণতান্ত্রিকভাবে, বেআইনিভাবে সরকার গঠন করেছে বিজেপি',.. আক্রমণ মমতার
ABP Ananda LIVE: লোকসভা নির্বাচনের নব নির্বাচিত সাংসদ, নেতা-নেত্রীদের নিয়ে এদিন কালীঘাটে বৈঠক করেন মমতা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এই মুহূর্তে লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে তৃণমূল সংসদে তৃতীয় বৃহত্তম দল। তাদের মোট ৪২ জন সাংসদ রয়েছেন এই মুহূর্তে, যার মধ্যে ৩৮ শতাংশই মহিলা সাংসদ। (Lok Sabha Elections 2024)
লোকসভার বিরোধী দলনেতা হওয়ার প্রস্তাব রাহুল গাঁধীকে (Leader of Opposition in Lok Sabha)। কংগ্রেসের বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠকে পাস হল এই প্রস্তাব। অর্থাৎ সব ঠিক থাকলে তৃতীয় দফায় লোকসভায় নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে সরাসরি বিরোধীদের মুখ হিসেবে থাকবেন রাহুল। ১০ বছর পর এবার বিরোধী দলনেতা বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন বিরোধীরা, আর রাহুলের কাঁধেই সেই গুরুদায়িত্ব বর্তানো হয়েছে বলে খবর। রাহুলের কাছে সকলের অনুরোধ পাঠানো হয়েছে। ভেবে জানাবেন বলে নেতৃত্বকে বার্তা দিয়েছেন রাহুল। তাঁর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গন্য হবে। (Rahul Gandhi)