Supreme Court: মেডিক্যালে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, ন্যাশনাল টেস্টিং এজেন্সির জবাব তলব। ABP Ananda Live
ABP Ananda Live: মেডিক্যালে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, ন্যাশনাল টেস্টিং এজেন্সির জবাব তলব সুপ্রিম কোর্টের। তবে কাউন্সেলিংয়ের প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেয়নি সর্বোচ্চ আদালত। মনে। হচ্ছে পরীক্ষার পবিত্রতা নষ্ট হয়েছে, তাই এনটিএ-র জবাব প্রয়োজন, মন্তব্য সুপ্রিম কোর্টের।
এনটিএ-কে ৮ জুলাইয়ের আগে এর উত্তর দিতে বলেছে সর্বোচ্চ আদালত। এনটিএ-র জবাব পাওয়ার পর আগামী ৮ জুলাই হবে পরবর্তী শুনানি। NEET-এ অনিয়মের অভিযোগ, সিবিআই তদন্তের দাবি এবিভিপির। NEET ২০২৪ বাতিলের দাবিতে রাস্তায় টিএমসিপির মেডিক্যাল সেল। নতুন করে পরীক্ষার দাবিতে মিছিল এসএফআইআয়ের।
অন্য়দিকে, রানিগঞ্জের সোনার দোকানে ডাকাতির ঘটনায় গ্রেফতার আরও ১। গিরিডির জঙ্গল থেকে জখম অবস্থায় গ্রেফতার আরও ১ দুষ্কৃতী । সেনকো গোল্ডের শোরুমে ডাকাতির ঘটনায় ধৃতের নাম সোনু সিংহ। রবিবার রানিগঞ্জে সেনকো গোল্ডের শোরুমে ১ কোটি ৮০ লক্ষ টাকার গয়না লুঠ করে দুষ্কৃতীরা। ডাকাতির পর গাড়ি ছিনতাই করে চম্পট দেয় দুষ্কৃতীরা।