এক্সপ্লোর
Metro Service: ফের মেট্রোয় বিভ্রাট, প্রথমে রবীন্দ্র সরোবর ও পরে রবীন্দ্র সদন স্টেশনে আটকে পড়ে মেট্রো। Bangla News
ফের মেট্রোয় বিভ্রাট। যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায়, আটকে পড়ে মেট্রো। এদিন প্রথমে রবীন্দ্র সরোবর ও পরে রবীন্দ্র সদন স্টেশনে আটকে পড়ে। দক্ষিণেশ্বরগামী লাইনে মেট্রো চলাচল ব্যাহত হয়। অফিস টাইমে পরপর ২ বার বিকল মেট্রো রেক, ভোগান্তি যাত্রীদের । টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার পথে রবীন্দ্র সরোবর স্টেশনে রেক খারাপ হয়। তড়িঘড়ি মেরামতির পর ফের মেট্রো চলাচল শুরু হয়। এরপর ফের রবীন্দ্র সদনে রেক বিকল হয়
জেলার
মনোস্কামনা পূরণের আশায় আজ গঙ্গাসাগরে ডুব দেবেন লক্ষ লক্ষ পুণ্যার্থী
আরও দেখুন




















