Mid Day Meal News: এবার থেকে মিড ডে মিলের খাবার থেকে ভাগ দিতে হবে পথ কুকুরদের, নতুন নির্দেশিকা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: এবার থেকে মিড ডে মিলের খাবার থেকে ভাগ দিতে হবে পথ কুকুরদের। প্রাথমিক সকুলের কর্মীদেরই নিতে হবে দায়িত্ব। সকুল শিক্ষা দফতরের জারি করা নতুন নির্দেশিকা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। অভিভাবকদের একাংশ বিষয়টিকে সাধুবাদ জানালেও, আপত্তি তুলেছে মিড ডে মিলের কর্মী ইউনিয়ন। রাজ্য সরকার তুঘলকি ফরমান জারি করেছে বলে আক্রমণ শানিয়েছে বিজেপি। যদিও প্রাথমিক শিক্ষা সংসদের তরফে দাবি, সরকারের সিদ্ধান্তকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে।
আরও খবর....
মহেশতলায় মহিলার রহস্যমৃত্যু! বাড়ির কাছেই গলির মধ্যে অচৈতন্য অবস্থায় উদ্ধার মহিলা। বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা।
মৃত শিল্পী বিবি পেশায় নার্স, খুনের অভিযোগ স্বামীর। মহেশতলা পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্বামী বাইরে ছিলেন, রাত দু'টো নাগাদ খুঁজতে বের হন শিল্পী বিবি । অচৈতন্য অবস্থায় শিল্পী বিবিকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। যে বাড়ির সামনে থেকে উদ্ধার, সেই বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ পুলিশের।


















