Terrorist in Bengal: অসম STF-এর অপারেশন 'প্রঘাত', আরও এক জঙ্গি গ্রেফতার
ABP Ananda Live: অসম STF-এর অপারেশন 'প্রঘাত', আরও এক জঙ্গি গ্রেফতার। ধুবড়ির বান্ধবপাড়া থেকে গ্রেফতার জঙ্গি শাহিনুর ইসলাম। ধৃতের কাছ থেকে উদ্ধার আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, মোবাইল ফোন। উদ্ধার হয়েছে জঙ্গি সংক্রান্ত দুটি বই। এর আগে অসম STF-এর জালে ধরা পড়ে আনসারুল্লা বাংলা টিমের ১০ জঙ্গি।
আরও খবর, মাঝ ডিসেম্বরেও কমছে না ডেঙ্গির প্রকোপ। রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত ৩০ হাজার পার। মাঝ ডিসেম্বরে শেষ ২ সপ্তাহে রাজ্যে নতুন করে ডেঙ্গি আক্রান্ত ১২৮৬ জন। আক্রান্তদের বেশিরভাগই মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর ২৪ পরগনার বাসিন্দা। ১৭ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্ত ৩০৮০৮, রিপোর্ট স্বাস্থ্য দফতরের। সরকারি হাসপাতাল থেকে ডেঙ্গি পজিটিভের রিপোর্ট এসেছে ২৪১১৮ জনের। বেসরকারি হাসপাতাল ও ল্যাব থেকে ডেঙ্গি পজিটিভ হওয়ার রিপোর্ট এসেছে ৬৬৯০ জনের।

















