Morning Headlines: স্বপ্নদীপের মৃত্যুতে আরও জোরাল র্যাগিং তত্ত্ব, উদ্ধার হওয়ার ডায়েরি কার? ABP Ananda Live
স্বপ্নদীপের মৃত্যুতে আরও জোরাল র্যাগিং (Ragging) তত্ত্ব। পরিচয় দেওয়ার নামে ২ দিনে ৩ বার হয়রানি। কী ঘটেছিল? কারা করেছিল? জানতে ধৃত সৌরভ চৌধুরীকে রাতভর জেরা। পুলিশ হেফাজত।
যাদবপুরের (Jadavpur University) হস্টেল থেকে উদ্ধার ডায়েরি কি স্বপ্নদীপের? হাতের লেখা যাচাই করে দেখছে পুলিশ। শেষবার মা-বাবাকে কী বলেছিলেন? জানতে নদিয়ায় গোয়েন্দারা।
নেই সিসিটিভির (CCTV) নজরদারি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মদের আখড়া, কীসের চাপে নীরব দর্শক কর্তৃপক্ষ?
যাদবপুরে র্যাগিং-বিভীষিকা। ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন পড়ুয়া। স্বপ্নদীপকে পরিচয়ের নামে যারা উত্যক্ত করেছিলেন, তাঁদের নেতৃত্ব দেন সৌরভ। ছেলে তুলে দেন সৌরভের হাতেই, দাবি স্বপ্নদীপের বাবার।
গতবছর পাসআউট। তারপরেও যাদবপুরের হস্টেলে চলছিল সৌরভের দাদাগিরি। কীভাবে দিনের পর দিন প্রাক্তনীদের দখলদারি? কোথায় নজরদারি বিশ্ববিদ্যালয় (University) কর্তৃপক্ষের? উঠছে প্রশ্ন।
স্বপ্নদীপকাণ্ডে আচার্যকে চিঠি রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের। যথাযথ ব্যবস্থা নিয়ে রাজ্যপালকে (Governor) রিপোর্ট পাঠাতে অনুরোধ। বেআইনি ভাবে কতজন হস্টেলে? জানতে লালবাজারকে চিঠি।
বিজেপির (BJP) পঞ্চায়েত রাজ সম্মেলনে মোদির মুখে বাংলার (West Bngal) ভোট হিংসা। তৃণমূলকে (TMC) তীব্র আক্রমণ।
বাংলায় বিজেপি তৃণমূল কর্মীদের খুন করেছে, উস্কানি দিয়েছেন আপনি। প্রধানমন্ত্রীকে (Prime Minister) পাল্টা আক্রমণ তৃণমূলনেত্রীর।
সঙ্কটে বাংলা। জঙ্গলরাজ চলছে। ধ্বংস হচ্ছে গণতন্ত্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সব রিপোর্ট দিয়েছি। বঙ্গসফরে এসে আক্রমণ নাড্ডার (J P Nadda)। পাল্টা জবাব তৃণমূলের।
মমতার (Mamata Banerjee) নিশানায় রাজ্যপাল। তিনি বলেন, 'একটা রাজ্যপাল পাঠিয়েছেন, রাজ্য নেই কিন্তু পালের গোদা।' রাজ্যপাল পদ তুলে দেওয়ার দাবি মুখ্যমন্ত্রীর। পাল্টা কটাক্ষ বিজেপির।
বোর্ড গঠনের আগে শাসকের ক্ষমতা দখলের লড়াই। বড়ঞায় উত্তেজনা, পঞ্চায়েত সমিতির সামনে বাইক বাহিনীর জমায়েত। লাঠিচার্জ পুলিশের।