Municipal Election 2022: পুরভোট ঘিরে বিধাননগরে একাধিক অভিযোগ, 'এটা শান্তিপূর্ণ ভোট নয়', কটাক্ষ দিলীপ ঘোষের | Bangla News
বিধাননগরে (Bidhannagar) এএই ব্লকে সচিত্র পরিচয়পত্র ছাড়া এজেন্ট বসানোর অভিযোগ বিজেপির (BJP) বিরুদ্ধে। তৃণমূল এর প্রতিবাদ করে। পুলিশি হস্তক্ষেপের পরেও বুথে বসতে পারল না বিজেপি প্রার্থীর এজেন্ট।
আজকের এই ভোট প্রসঙ্গে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "মানুষ যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন তাই কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছিল। পুলিশ নিষ্ক্রিয়। পুলিশ তৃণমূল কংগ্রেসের ক্যাডারের মতো কাজ করছে। এটা শান্তিপূর্ণ ভোট নয়।"
একইসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) কটাক্ষ করে বলেন, "চারটি পুরসভাতেই মানুষের উৎসাহ যথেষ্ট। তৃণমূল নির্বাচন না করার তালে ছিল। কলকাতা পুরভোটের মতোই তৃণমূল নির্বাচন করাতে চাইছে। তৃণমূলের এই জবরদস্তি মানুষ মানবেন না।"
এদিকে, রাজ্য বিধানসভার অধিবেশন ‘স্থগিত’ করলেন রাজ্যপাল (Jagdeep Dhankhar)। ‘আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর’। ট্যুইটে সিদ্ধান্ত নেওয়ার কথা জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ‘সংবিধানের ১৭৪ নম্বর ধারা অনুযায়ী দেওয়া ক্ষমতা বলে এই সিদ্ধান্ত’ , ট্যুইটে জানালেন রাজ্যপাল।