Murshidabad News : 'মুর্শিদাবাদে পরিকল্পনা করে হিংসা লাগানো হয়েছে', বললেন মুখ্যমন্ত্রী
ABP Ananda LIVE : 'মুর্শিদাবাদে পরিকল্পনা করে হিংসা লাগানো হয়েছে', বললেন মুখ্যমন্ত্রী 'দাঙ্গার রাজনীতি না করে বর্ডারকে সুরক্ষিত রাখুন'। 'ভারতকে সুরক্ষিত রাখুন, ভারত আমাদের মাতৃভূমি'। 'যাঁরা তাঁদের ঘনিষ্ঠকে হারিয়েছেন, তাদের বিচার পাইয়ে দিন'। 'নোংরা রাজনীতির খেলা খেলবেন না'। 'আমি ১০ থেকে ১২ জন প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করেছি'। 'আমি প্রধানমন্ত্রীর কথা বলছি না, আমি অ্যাক্টিং প্রাইম মিনিস্টারের কথা বলছি'। 'দেশের অ্যাক্টিং প্রাইম মিনিস্টার কে ? বিজেপি উত্তর দিতে পারবে'। 'চেয়ারে থাকাকালীন বিভাজনের রাজনীতি করবেন না', আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
মুর্শিদাবাদের সংঘর্ষে মৃতের পরিবারের লোকজনের উপর পুলিশি হয়রানির অভিযোগ
মুর্শিদাবাদের সংঘর্ষে মৃতের পরিবারের লোকজনের উপর পুলিশি হয়রানির অভিযোগ। সল্টলেকে যেখানে তারা আশ্রয় নিয়েছিল সেখানে সকাল থেকেই পুলিশ এসে চড়াও হয় বলে দাবি বিজেপির। গতকাল থেকে বিজে ব্লকের একটি বাড়িতে আশ্রয় নেই মৃত হরো গোবিন্দ দাসের পরিবারের লোকজন। অভিযোগ মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানায় একটি অপহরণের অভিযোগ করে পরিবারের অন্য এক সদস্য। সেই অভিযোগের ভিত্তিতে এদিন তদন্তের আসে পুলিশ। দুই নাবালক সহ এখানে আশ্রয় নেওয়া মোট 7 জনের পরিচয় এবং বয়ান রেকর্ড করে তদন্তকারীরা।



















