Murshidabad News : মুর্শিদাবাদকাণ্ডের জেরে ভেঙেছে বিয়ে, সমস্যায় জাফরাবাদের বাসিন্দা
ABP Ananda LIVE : মুর্শিদাবাদ নিয়ে চাপ বাড়াচ্ছে কেন্দ্র। বঙ্গে জোড়া কমিশন। মানবাধিকার কমিশনের পর এবার হিংসা বিধ্বস্ত এলাকায় জাতীয় মহিলা কমিশন। শুনলেন অভাব-অভিযোগ। পুড়িয়ে দেওয়া হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীর নথি। প্রাণভয়ে মালদার বৈষ্ণবনগরে ঘরছাড়ারা। মুর্শিদাবাদকাণ্ডের জেরে ভেঙেছে বিয়ে, সমস্যায় জাফরাবাদের বাসিন্দা। এবিপি আনন্দকে কী জানালেন বাসিন্দার মা ?
CPM Rally:'আজকের ব্রিগেড সভা দেখার পর মমতা বন্দ্যোপাধ্যায় ঘুমোতে পারবেন তো ?', কটাক্ষ নিরাপদ সরদারের
লক্ষ্য '২৬ এর বিধানসভা নির্বাচন। তার আগে শ্রমজীবী ভোটব্যাঙ্ককে পাখির চোখ করে আজ শ্রমিক, কৃষক, খেতমজুর ও বস্তি ফেডারেশনের ডাকে বামেদের ব্রিগেড সমাবেশ। শিয়ালদা, হাওড়া স্টেশন-সহ কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেডে আসবে ৭টি মিছিল। দুপুর ৩টে থেকে শুরু হবে বামেদের ব্রিগেড সমাবেশ। বক্তা হিসেবে থাকছেন, সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, CITU-র সাধারণ সম্পাদক অনাদি সাহু, খেতমজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক নিরাপদ সর্দার, হুগলি জেলার খেতমজুর ইউনিয়নের নেত্রী বন্যা টুডু ও কৃষক আন্দোলনের নেতা অমল হালদার


















