Nadia News: নিখোঁজ বালকের দেহ উদ্ধার, তেহট্টের ঘটনায় প্রতিবেশীদের সন্দেহ মৃতের বাবার
ABP Ananda LIVE : নিখোঁজ বালকের দেহ উদ্ধার, উত্তাল তেহট্টর নিশ্চিন্তপুর। পুকুর থেকে উদ্ধার নিখোঁজ বালকের ত্রিপলে মোড়া দেহ। খেলতে গিয়ে নিখোঁজ তৃতীয় শ্রেণির পড়ুয়া, অভিযোগ পরিবারের। খুন সন্দেহে প্রতিবেশী দম্পতির বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর উত্তেজিত জনতার। অভিযুক্তদের আত্মীয়ের সার-পাটের গুদামেও আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। গতকাল বিকেলে খেলতে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় তৃতীয় শ্রেণির ছাত্র। আজ সকালে অভিযুক্তের বাড়ির পাশে ডোবায় বালকের দেহ ভাসতে দেখা যায়। খুন সন্দেহে প্রতিবেশী দম্পতির বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর উত্তেজিত জনতার। ২ জনকে পিটিয়ে মারার অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে। চটের গুদামেও আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। স্থানীয়দের হামলায় মৃত উৎপল বিশ্বাস ও সোমা বিশ্বাস, খবর পুলিশ সূত্রে। প্রতিবেশী দুই পরিবারের বিবাদের জেরেই এই ঘটনা, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। মারধরের জেরে মৃত্যু হয় অভিযুক্ত দম্পতি উৎপল বিশ্বাস ও তাঁর স্ত্রী সোমা মণ্ডলের। উৎপল টোটো চালাতেন, খবর স্থানীয় সূত্রে। এর আগেও শিশু অপহরণের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। প্রতিবেশী দুই পরিবারের বিবাদের জেরেই এই ঘটনা, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।


















