NIA Raid: আল কায়দা-যোগসূত্রে খোঁজে বাংলার ৩ জায়গায় NIA অভিযান | ABP Ananda Live
ABP Ananda Live: আল কায়দা-যোগসূত্রে খোঁজে বাংলার ৩ জায়গায় NIA অভিযান। বেনিয়াপুকুর ছাড়াও হলদিবাড়ি, নিউ জলপাইগুড়িতে তল্লাশি । বাংলা, জম্মু-কাশ্মীর, কর্নাটক, বিহার, ত্রিপুরা, অসম-৯ জায়গায় অভিযান। আমদাবাদের একটি মামলার সূত্র ধরে একযোগে দেশজুড়ে NIA অভিযান। 'বেশ কিছু তথ্য, মোবাইল ফোন, ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত'। মিলেছে বাংলাদেশে আল কায়দা নেটওয়ার্কের হদিশ: NIA সূত্র। নভেম্বরে আমদাবাদে NIA চার্জশিট, ৪ বাংলাদেশি, এক ভারতীয়র নাম। মহম্মদ সাজিব মিঞা, মুন্না খালিদ আনসারি, আজারুল ইসলাম। আব্দুল লতিফ, ফারিদ নামে ৫জনের বিরুদ্ধে NIA চার্জশিট।
রেফার রোগে ফের হয়রানি। দুর্ঘটনায় গুরুতর আহত বাঁকুড়ার শিশুকে নিয়ে নাজেহাল পরিবার। গতকাল বিকেল ৫টা থেকে একের পর এক হাসপাতাল ঘুরেও মেলেনি চিকিৎসা। বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে শিশুকে প্রথমে রেফার করা হয় এনআরএস হাসপাতালে। এনআরএস থেকে ওই শিশুকে রেফার করা হয় এসএসকেএম হাসপাতালে। গতকাল সন্ধে ৭টার সময় শিশুকে নিয়ে এসএসকেএম-এর ট্রমা কেয়ারে এসে পৌঁছয় শিশুর পরিবার। ট্রমা কেয়ার থেকে শিশুর পরিবারকে পাঠানো হয় এসএসকেএম-এর জরুরি বিভাগে। জরুরি বিভাগ থেকে ফের ওই পরিবারকে পাঠানো হয় ট্রমা কেয়ার সেন্টারে। গতরাতেই জানিয়ে দেওয়া হয়, ট্রমা কেয়ারে শিশুর চিকিৎসা হবে না, দাবি পরিবারের। সেখান থেকে বাধ্য হয়ে গুরুতর আহত শিশুকে নিয়ে যাওয়া হয় শিশুমঙ্গল হাসপাতালে। এখানে চিকিৎসার পরিকাঠামো নেই, জানিয়ে দেয় শিশুমঙ্গল হাসপাতাল কর্তৃপক্ষ, দাবি পরিবারের।
শিশুমঙ্গল থেকে চিত্তরঞ্জন হাসপাতালে যায় শিশুর পরিবার। চিত্তরঞ্জন হাসপাতাল ফের এসএসকেএম হাসপাতালে রেফার করে শিশুকে। গভীর রাতে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসা হয় শিশুকে। সকালের দিকে খবর জানাজানি হতে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি নেওয়া হয় শিশুকে।