Amartya Sen: ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ, তাকে হিন্দু রাষ্ট্রে পরিণত করা ঠিক হবে না: অমর্ত্য সেন | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: 'ভারতবর্ষ যে হিন্দু রাষ্ট্র নয়, দেশবাসীর সেই মতেরই প্রতিফলন লোকসভা ভোটে' । কলকাতায় এসে এবিপি আনন্দে এক্সক্লুসিভ প্রতিক্রিয়া অমর্ত্য সেনের । নানা ইস্যুতে অমর্ত্য সেনের প্রশ্নে বিদ্ধ মোদি সরকার থেকে কংগ্রেসও । ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ, তাকে হিন্দু রাষ্ট্রে পরিণত করা ঠিক হবে না: অমর্ত্য সেন । 'গাঁধীজি, নেতাজি, রবীন্দ্রনাথ ঠাকুরের দেশকে হিন্দু রাষ্ট্রে পরিণত করা ঠিক নয়' মন্তব্য নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের । 'ধনীর ওপর বেশি নির্ভরশীল হয়ে গরিবকে অবহেলার পরিবর্তন দরকার' । 'কেন্দ্রে নতুন যে মন্ত্রিসভা হয়েছে, সেটাও ঠিক আগের মন্ত্রিসভার মতোই' । 'সামান্য কিছু রদবদল হলেও, বাকি মন্ত্রীরা কিন্তু একই আছেন' বিনা বিচারে লোককে জেলে রাখা বন্ধ হওয়া দরকার, মন্তব্য অমর্ত্য সেনের । 'ভেবেছিলাম, স্বাধীনতার পর দেশে বিনা বিচারে জেলে ভরা বন্ধ হবে' । 'কিন্তু বিনা বিচারে জেলে ভরা বন্ধ হয়নি, সেজন্য কংগ্রেসেরও দোষ আছে' । 'কারণ কংগ্রেস তা বদলায়নি, তবে এখনকার সরকারের সেই প্রবণতা আরও বেশি' । রাজনৈতিক দিক থেকেও খোলা মন দরকার, মত অমর্ত্য সেনের । আশা করি, নির্বাচনের ফলে দেশে কিছু পরিবর্তন হবে: অমর্ত্য সেন । বেকারের সংখ্যা বৃদ্ধির সঙ্গে প্রাথমিক শিক্ষা ও স্বাস্থ্যে অবহেলার যোগ আছে' । 'স্বাধীনতার পর যে সরকার ছিল, তখন থেকেই অবহেলা, এখন অবশ্য তা বেড়েছে' কংগ্রেস এবং বামপন্থীদের নিয়ে একটা আপত্তির কথা তুলতে পারি' , 'তবে তার থেকেও বেশি কষ্ট পেয়েছি বর্তমান কেন্দ্রীয় সরকারের সময়ে' আমাদের এই অবস্থার পরিবর্তন করা দরকার, মন্তব্য অমর্ত্য সেনের