Jayanta Singh: গ্রেফতারির প্রায় ৩ সপ্তাহ পরেও স্বমহিমায়, কোর্টে পেশের সময় জয়ন্তকে ধরেও রাখল না পুলিশ !
গ্রেফতারির প্রায় ৩ সপ্তাহ পরেও স্বমহিমায় আড়িয়াদহকাণ্ডের অভিযুক্ত ! ব্যারাকপুর কোর্টে পেশের সময় জয়ন্তকে ধরেও রাখল না পুলিশ !পকেটে হাত, প্রিজন ভ্যান থেকে সটান প্রবেশ জয়ন্তর, ধরেই রাখল না পুলিশ ! দেখা যাক কী হয়, গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে বললেন সংবাদমাধ্যমকে। আড়িয়াদহে রাস্তায় ফেলে মা-কলেজ ছাত্রকে গণপিটুনি, জয়ন্তের পুলিশ হেফাজত। জয়ন্তের শাগরেদ সৈকত মান্নারও ৩দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। জয়ন্তের আরেক শাগরেদ রাহুল গুপ্তর ৩দিনের জেল হেফাজত। Jayanta Singh
আড়িয়াদহকাণ্ডে ধৃত জয়ন্ত সিংহর অট্টালিকার জমি দিলীপ মুখোপাধ্য়ায় নামে এক ব্য়ক্তির নামে রয়েছে। ভূমি ও ভূমি সংস্কার দফতর এই তথ্য় দিয়েছে। চাঞ্চল্য়কর দাবি কামারহাটি পুরসভার চেয়ারম্য়ান গোপাল সাহার। জমি মালিকের খোঁজ চলছে বলেও জানিয়েছেন তিনি।



















