North 24 Parganas: শাসনের মিতপুকুর এলাকায় তৃণমূলের বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে গুলি !
ABP Ananda LIVE: বুথ সভাপতি লাল্টু ঘোষের অভিযোগ পঞ্চায়েতের তৃণমূল প্রধানের স্বামী ও তার অনুগামীদের বিরুদ্ধে। রাতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। শাসনের মিতপুকুর এলাকায় তৃণমূলের বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে গুলি! গতকাল রাতে বেশ কয়েক রাউন্ড গুলি চালানে হয় বলে অভিযোগ।
একবছরের মাথায় করমণ্ডলের স্মৃতি ফিরল কাঞ্চনজঙ্ঘায়।শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে মালগাড়ির ধাক্কায় লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেনের চারটি কামরা। এদিকে রেল দুর্ঘটনায় আহত হয়েছেন একজন গর্ভবতী মহিলা যাত্রী। আহত ওই মহিলা যাত্রী জানিয়েছেন, প্রচুর ভয় পেয়ে গিয়েছিলাম। যখন এরকম হয়েছে, মনে হয়েছে, আর বাঁচবোই না। মরেই যাব। ট্রেনটা তো, উল্টে যেতে যেতে একটু থেমেই গেল। তারপর আমরা ওইখান থেকে নেমে গেলাম। আমরা ট্রেনের সিট থেকে পড়ে গিয়েছি। যখন ট্রেনটা থামলো , তারপর আমরা আস্তে আস্তে নামলাম। হ্যাঁ ট্রেনটা আস্তে যাচ্ছিল। আহত ওই মহিলা যাত্রী জানিয়েছেন, প্রচুর ভয় পেয়ে গিয়েছিলাম। যখন এরকম হয়েছে, মনে হয়েছে, আর বাঁচবোই না। মরেই যাব। ট্রেনটা তো, উল্টে যেতে যেতে একটু থেমেই গেল। তারপর আমরা ওইখান থেকে নেমে গেলাম। আমরা ট্রেনের সিট থেকে পড়ে গিয়েছি। যখন ট্রেনটা থামলো , তারপর আমরা আস্তে আস্তে নামলাম। কিন্তু আচমকা ব্রেক মেরে দাঁড়িয়ে যেতেই মনে হয়েছিল, যেন ভূমিকম্প হল। তারপর তো নেমেই গেলাম। ABP Ananda Live
![CBI: 'সিবিআই অধিকর্তা নিয়োগে কেন থাকবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি?' প্রশ্ন উপরাষ্ট্রপতির](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/15/86132b61ffe63119b8dd25d4af09f7c81739590098914535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Gully Cricket:গলি ক্রিকেটকে বাঁচাতে কলকাতার তৃণমূল কাউন্সিলরের উদ্যোগে আয়োজন করা হয় 'Ward 87 Cup'-এর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/15/beda962380715f0c722eb05859dfc4791739588868426535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Recruitment Scam: প্রাইমারি নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটের নথিতে চাঞ্চল্য়কর দাবি করেছে CBI-র](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/15/08f6bfa2ba6b0c84c99350b9bdb203901739587473678535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Malda News: 'ফুটবল খেলার মতো বিরোধীদের পায়ে মারতে হবে', আইসিকে পাশে বসিয়ে হুমকি তৃণমূল নেতার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/15/f4701c7e809beb4547569da38339ce571739586464933535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Kolkata News: ফের খাস কলকাতায় লুঠ! একাকী প্রৌঢ়ার বাড়িতে ঢুকে টাকা ও গয়না লুঠ দুষ্কৃতীদের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/15/ab4c0d535f18daa2923478e978514ace1739584357536535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)