Aadhar Fraud: ওটিপি বা লিঙ্কে নয়, আধার কার্ডের বায়োমেট্রিক তুলে জালিয়াতি, প্রতারণার অভিযোগ কলকাতা থেকে জেলা
আধারের বায়োমেট্রিক ক্লোন করে জালিয়াতির জাল! ওটিপি ছাড়াই ব্যাঙ্ক প্রতারণার নতুন কায়দা। গ্রাহকদের অজান্তেই অ্যাকাউন্ট থেকে উধাও টাকা! আধার কার্ডের বায়োমেট্রিক ক্লোন করে প্রতারণার অভিযোগ
কলকাতা থেকে জেলা, প্রতারণার শিকার বহু গ্রাহক। আমজনতা থেকে সেলিব্রিটি, প্রতারকদের ফাঁদে বহু মানুষ। পুলিশের কাছে জমা পড়ছে ভুরি ভুরি অভিযোগ। আধার কার্ডের বায়োমেট্রিক লক করে রাখার পরামর্শ পুলিশের। মোবাইলে এম-আধার ডাউনলোড করে বায়োমেট্রিক লক করে রাখার পরামর্শ। জালিয়াতির শিকার হলে ২৪ ঘণ্টার মধ্যে ব্যাঙ্কে জানানোর পরামর্শ পুলিশের। ব্যাঙ্কের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা থাকলে বায়োমেট্রিক দিয়েও টাকা তোলা যায়। সেই সুবিধাকেই হাতিয়ার করে চলছে জালিয়াত-চক্র। গ্রাহকদের অজান্তেই হাতের ছাপ নকল করে তুলে নেওয়া হচ্ছে টাকা।



















