Pankaj Dutta: প্রয়াত রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত | ABP Ananda LIVE
West bengal Police: প্রয়াত রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত। বারাণসীর হাসপাতালে প্রয়াত পঙ্কজ দত্ত। বারাণসীর অনুষ্ঠানেই সেরিব্রাল অ্যাটাক হয় পঙ্কজ দত্তর। একমাসেরও বেশি সময় ধরে ভর্তি ছিলেন বারাণসীর হাসপাতালে। 'ইস্যুভিত্তিক মতপার্থক্য থাকলেও উনি আমাকে স্নেহ করতেন', পঙ্কজ দত্তর মৃত্যুতে শোকজ্ঞাপন কুণালের। উনি বহুজনের কাছে আমার প্রশংসা করছেন। এক্স হ্যান্ডেলে পোস্ট কুণাল ঘোষের। 'খারাপ লাগছে কথাটা শুনে', পঙ্কজ দত্তর মৃত্যুতে শোকপ্রকাশ চিকিৎসক কুণাল সরকারের। তিনি আরও বলেন, 'আমাদের মনে একটা আশঙ্কা ছিলই। বারাণসীতে গিয়ে তাকে দেখে আসা সম্ভব না হলেও চিকিৎসকদের সঙ্গে মাঝে মাঝেই কথা হচ্ছিল।'
আরও খবর...
শোকজের পরও বেলাগাম তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। জেলায় ফিরেই ফের বিস্ফোরক ভরতপুরের তৃণমূল বিধায়ক। 'প্রয়োজনে রেজিনগর, বেলডাঙা দুই কেন্দ্র থেকেই দাঁড়াব, জিতে দেখাব যে মুর্শিদাবাদের মানুষ কার সঙ্গে আছে। শোকজের সিদ্ধান্ত যাই হোক না কেন রাজনীতির ময়দান থেকে এক চুলও সরব না। দলীয় নেতাদের দড়ি টানাটানির কারণেই থমকে মুর্শিদাবাদের উন্নয়ন', ফের বিস্ফোরক ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।
দূরপাল্লার ট্রেনের স্টপেজ এবং করোনাকালে বন্ধ হওয়া লোকাল ফের চালু করার দাবি, বীরভূমের নলহাটি স্টেশনে শুরু হয়েছে রেল অবরোধ। নলহাটি নাগরিক মঞ্চের ডাকে সকাল ৮টা থেকে অবরোধ শুরু হয়। অবরোধের জেরে রামপুরহাট স্টেশনে আটকে পড়েছে একাধিক লোকাল। অশান্তি এড়াতে RPF-এর পাশাপাশি, র্যাফ ও প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। নলহাটি নাগরিক মঞ্চের তরফে নলহাটি স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ডাউন উত্তরবঙ্গ এক্সপ্রেস ও হাওড়া-রাধিকাপুর কুলিক এক্সপ্রেসের স্টপেজের দাবি জানানো হয়েছে। রেলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।