Train Problem: শিয়ালদা-বনগাঁ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় যাত্রীদের দুর্ভোগ! ABP Ananda Live
ABP Ananda Live: সকালের ব্যস্ত সময়ে ফের রেল যাত্রীদের দুর্ভোগ। সিগনালিং বিভ্রাটে শিয়ালদা-বনগাঁ শাখায় ব্যাহত ট্রেন চলাচল। সকাল সাড়ে ৭টার পর থেকে শিয়ালদা থেকে বনগাঁ পর্যন্ত যাচ্ছিল না কোনও ট্রেন। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর সমস্যার সমাধান হলেও, শিয়ালদা-বনগাঁ রুটে দেরিতে চলছে ট্রেন।
চারদিনে তিনবার ট্রেনের সমস্যায় ভোগান্তির শিকার হলেন যাত্রীরা। কোথাও লেট রানিংয়ের কারণে রেললাইন অবরোধ হল। কোথাও ভোরের ট্রেন অনিয়মিত চলায় যাত্রী-ক্ষোভ আছড়ে পড়ল। আবার কোথাও সিগনাল-বিভ্রাটে ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত হওয়ায় সমস্যায় পড়লেন যাত্রীরা। মধ্যবিত্ত, খেটে-খাওয়া মানুষের লাইফ লাইন লোকাল ট্রেন। সেই যাত্রাপথে দুর্ভোগ প্রায় নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার পর শিয়ালদা-বনগাঁ রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়।
বনগাঁ স্টেশনের কাছে সিগনাল প্যানেল ভেঙে যায়। ফলে শিয়ালদা থেকে কোনও ট্রেনই বনগাঁ পর্যন্ত যাচ্ছিল না। চাঁদপাড়া পর্যন্ত চলাচল করছিল শিয়ালদা-বনগাঁ রুটের ট্রেন।