Saraswati Puja:হাইকোর্টের হস্তক্ষেপ থেকে পুলিশ-RAF মোতায়েন।নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল পশ্চিমবঙ্গবাসী
ABP Ananda LIVE: হাইকোর্টের হস্তক্ষেপ থেকে পুলিশ ও RAF মোতায়েন। কলকাতার যোগেশ চৌধুরী ল কলেজ থেকে হরিণঘাটার স্কুল, এবারের সরস্বতী পুজোয় রাজ্য়ের বিভিন্ন ক্য়াম্পাসে যে সব ছবি দেখা গেল, তা আমাদের কাছে সম্পূর্ণ অচেনা !
বারুইপুরে মাদক কারবারীর বাড়িতে টাকার পাহাড়
বারুইপুরে মাদক কারবারীর বাড়িতে টাকার পাহাড়। এখনও পর্যন্ত প্রায় ২৬ লক্ষ টাকার হদিশ! বাড়ি ভাড়া নিয়ে মাদকের রমরমা কারবার। বারুইপুর পুলিশ-রাজ্য পুলিশের STF-র অভিযান। বারুইপুরের মণ্ডলপাড়ায় অভিযান, কোটি টাকার মাদক। কোটি টাকা মূল্যের প্রায় ১ কেজি হেরোইনের হদিশ। শাশুড়িকে সঙ্গে নিয়ে জামাইয়ের কারবার, ২জন গ্রেফতার।
টাকার পাহাড়ের হদিশ এই রাজ্যে নতুন নয়। বারবার টাকার গোনার মেশিন আনতে হয়েছে অভিযানের স্থলে। এদৃশ্য বহুবার টিভির পর্দায় দেখেছে রাজ্য। আর প্রতিটা টাকার পাহাড়ের উৎস খুঁজতে গিয়ে ঢিল পড়েছে মৌমাছির চাকে। বলার অপেক্ষা রাখে না, কী কী বিস্ফোরক তথ্য একেকটা মামলায় সামনে বেরিয়ে এসেছে। তবে বারুইপুরে কীভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে মাদকের ব্যবসা চালাচ্ছিল শাশুড়ি ও জামাই ? তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। আশা করা যায়, পুলিশি জেলার আরও একাধিক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসবে।

















