Post Poll Violence:ফের 'ভোট পরবর্তী হিংসা', কংগ্রেস সমর্থক ও তৃণমূল কর্মীকে আক্রমণের অভিযোগ মুর্শিদাবাদের রানিনগর এবং সুতিতে। ABP Ananda LIVE
মুর্শিদাবাদের রানিনগর ও সুতিতে ভোট-পরবর্তী হিংসা। একদিকে কংগ্রেস সমর্থকের বাড়ি ভাঙচুর, বাড়ি লক্ষ্য করে বোমাবাজিতে অভিযুক্ত তৃণমূল। বোমার আঘাতে জখম কংগ্রেস সমর্থক রেন্টু
শেখ। তাঁর একটি হাত ও পা গুরুতর জখম হয়েছে। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি কংগ্রেস সমর্থক। তাঁর পরিবারের অভিযোগ, এলাকায় বাম-কংগ্রেস জোট প্রার্থীর জয়ের পর থেকেই তৃণমূলের অত্যাচার বেড়েছে। গতকাল বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে তৃণমূল আশ্রিত দুষকৃতীরা। শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। অন্যদিকে, সুতিতে তৃণমূলের ওপর হামলার অভিযোগ উঠছে কংগ্রেসের বিরুদ্ধে। আক্রান্ত মুজিবর রহমান ওমরাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের অভিযোগ, পঞ্চায়েত ভোটে গন্ডগোল রুখে দেওয়ায় গতকাল রাতে তৃণমূল নেতার ওপর হামলা চালায় কংগ্রেস। যদিও এবার ভোটে দাঁড়াননি প্রাক্তন প্রধান। কংগ্রেসের প্রতিক্রিয়া এখনও মেলেনি।