Recruitment Scam:হাসপাতালে ভর্তি সুজয়কৃষ্ণ ভদ্র,হল না প্রাথমিকে নিয়োগ দুর্নীতি ED-র মামলার চার্জ গঠন
ABP Ananda Live: হাসপাতালে ভর্তি সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু'। বৃহস্পতিবারও হল না, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ED-র মামলার চার্জ গঠন। এদিন 'কালীঘাটের কাকু'র আইনজীবীর দাবি এবং বিএম বিড়লা হাসপাতালের রিপোর্ট ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ED-র মামলায়, গত ১৩ ডিসেম্বর পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। ওইদিনই সর্বোচ্চ আদালত নির্দেশ দেয়। ৩১ ডিসেম্বরের আগে চার্জ গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেবে নিম্ন আদালত। জানুয়ারি মাসের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহের মধ্যে সাক্ষ্যগ্রহণ শেষ করতে হবে।সেই নির্দেশ মেনে গত সোমবার সব অভিযুক্তকে ইডির বিশেষ আদালতে সশরীরে হাজিরা দিতে বলা হয়। পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ, তাপস মণ্ডলরা হাজির হলেও অসুস্থতার কারণে আদালতে আসতে পারেননি সুজয়কৃষ্ণ ভদ্র। যার জেরে থমকে যায় চার্জ গঠন।