পুর-যুদ্ধ (Seg 4): শিলিগুড়িতে জয় গৌতম দেবের, আসানসোলের ২৭ নম্বর ওয়ার্ডে জয়ী জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী | Bangla News
আসানসোল পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী চৈতালি তিওয়ারি, যিনি জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari) স্ত্রী। ভোটের দিন বুথ আঁকড়ে পড়ে ছিলেন তিনি। ২৭ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তিনি।
তৃণমূল প্রার্থী অমরনাথ চট্টোপাধ্যায় (Amarnath Chatterjee) আসানসোলের ৪৪ নং ওয়ার্ড থেকে ১৫০০-র বেশি ভোটে জয়ী হয়েছেন। তিনি বলেন, "মানুষকে বলতে চাই আপনারা তৃণমূলের ওপর ভরসা রাখুন। ট্রেন্ড দেখে মনে হচ্ছে আমরা ৯৫ শতাংশ ওয়ার্ডেই জিতব।"
শিলিগুড়ির ৩৩ নং ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী গৌতম দেব (Goutam Deb)। ৩ হাজারের বেশি ভোটে জয়ী গৌতম দেব। জিতে তিনি বলেন, "এই জয় শিলিগুড়িবাসীর জয়। সমস্ত কর্মী-সমর্থকদের বলব, শান্তিপূর্ণ নির্বাচন হবে। বিরোধীদের রাজনীতি করার পরিসর সম্প্রসারিত করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) এই জয় অর্ঘ্য হিসেবে অর্পণ করতে চাই।"
![ATM Fraud: খাস কলকাতায় ATM জালিয়াতি,ধাপে ধাপে ২ গ্রাহকের অ্যাকাউন্ট থেকে উধাও দেড় লক্ষাধিক টাকা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/15/62a99cc36815ede8685db9358a06ddf71739599573068968_original.png?impolicy=abp_cdn&imwidth=470)
![Crime News: বড়তলা থানার কাছে শয্যাশায়ী প্রৌঢ়াকে অস্ত্র দেখিয়ে লুঠকাণ্ডে এখনও ফেরার অভিযুক্ত।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/15/cef33919f26d91b33e0c1a42f65586271739599329609968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Bird Flu: রেড জোনে সমস্ত পোলট্রি বন্ধ। ডিম-মুরগির মাংস খাওয়ায় নিষেধাজ্ঞা। সতর্কতা পশ্চিমবঙ্গেও।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/15/6d9c03f31f75a452ddf5945e029d79f11739599035736968_original.png?impolicy=abp_cdn&imwidth=100)
![Kolkata News: গড়ফার ঘটনার এখনও গ্রেফতার হল না অভিযুক্ত, পাল্টা তরুণীর বিরুদ্ধে মারধরের অভিযোগ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/15/8ffdac80e48ec8244ddb8f87fa6589cd1739598746037968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Kolkata News: জোকা ESI হাসপাতালের ক্যান্টিন চত্বরে মাংস রহস্য। কেন এভাবে ফেলে গেল এই দেহাংশ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/15/51ee99cbe12406aa53f56c6b45c53d061739597936131968_original.png?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)