Chok Bhanga Chota: চোপড়ার পর এবার বর্ধমানের জামালপুর, ফের সালিশি সভার নামে শাসকের 'দাদাগিরি'।
ABP Ananda LIVE: ফের সালিশি সভার নামে শাসকের 'দাদাগিরি'। চোপড়ার (Chopra) পর এবার বর্ধমানের জামালপুর (Jamalpur)। তৃণমূলের পার্টি অফিসে ডাকা সালিশি সভায় না যাওয়ায় মারধরের অভিযোগ। বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। সালিশি সভা নয়, পারিবারিক বিবাদ, দাবি অভিযুক্ত শাসক নেতা আজাদ রহমানের। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি আক্রান্তরা, দাবি পুলিশ সূত্রের। সরাসরি ডিএম, এসপি-র কাছে লিখিত অভিযোগ পরিবারের। পঞ্চায়েত সমিতির অফিসে পঞ্চব্য়ঞ্জনে আইবুড়োভাত খেয়ে বিতর্কে বিডিও। কী হয়েছে জানতে চেয়ে বর্ধমান ১-এর বিডিও রজনীশকুমার যাদবকে চিঠি জেলাশাসকের। আইবুড়ো ভাত খেয়ে তৃণমূলের ব্লক সভানেত্রীর পা ছুঁয়ে প্রণামও করেছিলেন বিডিও। ভিডিও ভাইরাল হতেই রাজ্যজুড়ে শোরগোল। প্রশাসন ও তৃণমূল দলের ভেদরেখা মুছে গেছে বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী।