Recruitment Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় CBI-কে তীব্র ভর্ৎসনা ব্যাঙ্কশাল কোর্টে
ABP Ananda Live: শুনানিতে গরহাজির CBI-এর দায়িত্বপ্রাপ্ত আইনজীবী ও তদন্তকারী অফিসার!প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় CBI-কে তীব্র ভর্ৎসনা করলেন ব্যাঙ্কশাল কোর্টে সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক শুভেন্দু সাহা। বললেন, গ্রেফতারের সময় আপনাদের প্রচুর তৎপরতা...বিচারপ্রক্রিয়ার সময় কোর্টে আসার সময় পান না কেন? ৮ সেপ্টেম্বর এই মামলায় CBI-এর দায়িত্বপ্রাপ্ত আইনজীবী ও তদন্তকারী অফিসার দু'জনকেই আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছেন বিচারক।
২০০৩ সালের ভোটার তালিকা নয়, ২০২৪ সালের ভোটার তালিকাকে ভিত্তি ধরে সংশোধন করতে হবে। বাদ দিতে হবে ভুয়ো ভোটার। দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে এই দাবি জানানোর পাশাপাশি, নির্বাচনী প্রচারের জন্য কেন্দ্রীয় মন্ত্রীদের সরকারি কর্মসূচি বন্ধ করার আবেদন জানাল তৃণমূল কংগ্রেস। আপত্তি জানাল ভোট ঘোষণার পর রাজ্যপালের কার্যকলাপের বিরুদ্ধে। এ নিয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি।
ডাম্পারের ধাক্কায় মৃত দুই পুলিশকর্মী। মঙ্গলবার গভীর রাতে হলদিয়া মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কের মহিষাদল থানা এলাকার গাড়ুঘাটার কাছে টহলদারি পুলিশের গাড়িতে ডাম্পারের ধাক্কা, পুলিশ গাড়ি পড়লো পাশের নয়ানজুলিতে। দ্রুত আহতদের উদ্ধার করে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুই পুলিশকর্মীকে মৃত বলে ঘোষণা করা হয়। আহত হয়েছেন আরো একজন। মৃত জয়ন্ত ঘোষাল, মহিষাদল থানায় সেকেন্ড অফিসার পদে কর্মরত ছিলেন অপরজন সেখ সাহানার, কনস্টেবল পদে ছিলেন। আহত আরো এক পুলিশ কর্মীর চিকিৎসা চলছে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে


















