Recruitment Scam : নিয়োগের দাবিতে ফের পথে চাকরিপ্রার্থীরা, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল
ABP Ananda LIVE: নিয়োগের দাবিতে ফের পথে চাকরিপ্রার্থীরা। শিয়ালদা থেকে ধর্মতলায় পর্যন্ত মিছিল ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের।
আদালতের নির্দেশে নিজেদের জমিতে বেআইনি পাঁচিল ভাঙার অপরাধে তৃণমূলের হাতে আক্রান্ত হল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের একটি পরিবার। বাড়িতে চড়াও হয়ে মারধর ও ভাঙচুরের অভিযোগ উঠল গিরিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান কারু শেখের অনুগামীদের বিরুদ্ধে। তাঁর জমিতে অন্য লোক বেআইনিভাবে পাঁচিল তুলেছে। এই অভিযোগে জঙ্গিপুর আদালতের দ্বারস্থ হন রঘুনাথগঞ্জের ওই জমি মালিক। আদালতের নির্দেশে গতকাল পুলিশের সামনেই পাঁচিল ভাঙা হয়। অভিযোগ, পুলিশ ফিরে যেতেই জমি মালিকের বাড়িতে হামলা চালায় তৃণমূল উপপ্রধানের অনুগামীরা। চলে ভাঙচুর, মারধর। আক্রান্ত চারজন জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। জনরোষের ফল, ঘটনায় তৃণমূল-যোগ অস্বীকার করেছেন উপপ্রধান। মোদির নীতি আয়োগের বৈঠকে মমতার মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ। মাঝপথেই বেরিয়ে এলেন বাংলার মুখ্যমন্ত্রী। বাংলা নিয়ে বঞ্চনার কথা বলতেই মাইক বন্ধ। বিজেপির মুখ্যমন্ত্রীদের বলতে দেওয়া হলেও মাত্র ৫ মিনিট দেওয়ার অভিযোগ মমতার। বক্তব্যের মাঝপথেই মাইক বন্ধ করার অভিযোগ মমতার, খারিজ কেন্দ্রের।
![Howrah News : গ্যাস কাটার দিয়ে রাষ্ট্রয়াত্ত ব্যঙ্কের ATM মেশিন কেটে লুঠ ! হাওড়ার আলমপুরে চাঞ্চল্য](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/15/8a53dc179e46e4ffb4b739cd6fd47eef1739606220011535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)