Coochbehar: বিজেপি নেত্রীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ, মাথাভাঙায় জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা
West Bengal news: কোচবিহারে (Coochbehar) বিজেপি নেত্রীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ। কোচবিহারের মাথাভাঙায় জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি। আতঙ্কে বাড়ি ছেড়ে পার্টি অফিসেই আশ্রয় নির্যাতিতা বিজেপি নেত্রীর। নির্যাতিতা বিজেপি নেত্রীর বয়ান রেকর্ড পুলিশের।
ফের চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু, এবার ঝাড়গ্রামে। রোলারের যন্ত্রাংশ ও স্কুটার চোর সন্দেহে ২জনকে গণপিটুনি। ২২ জুন জামবনিতে চোর সন্দেহে গণপিটুনি, আজ মৃত্যু টোটোচালকের। গণপিটুনিতে মৃত্যু টোটোচালকের, হাসপাতালে ভর্তি বন্ধু। ঠিকাদার ও তাঁর লোকজনের বিরুদ্ধে পিটিয়ে খুনের অভিযোগ মৃতের পরিবারের। অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে তদন্তে পুলিশ।
বিহারে জেলে বসেই বাংলায় একের পর এক অপরাধের অপারেশন! খুন, ডাকাতি থেকে ব্যবসায়ীকে হুমকি, জেলে বসেই ব্লু-প্রিন্ট সুবোধের! অবশেষে সিআইডির কব্জায় বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংহ। পাটনার বেউর জেলে বসে বাংলায় একাধিক অপরাধের ঘটনায় অভিযুক্ত সুবোধ। ২০২২ সালে রানিগঞ্জে স্বর্ণব্যবসায়ীর বাড়িতে ডাকাতিতে নাম জড়ায় সুবোধের। রাজ্যে একের পর এক সোনার দোকানে ডাকাতির 'মাস্টারমাইন্ড' সুবোধ। ২০২০-তে ব্যারাকপুরে বিজেপি কাউন্সিলর মণীশ শুক্লা খুনেও নাম জড়ায় সুবোধের। বেলঘরিয়া থেকে ব্যারাকপুর, প্রোটেকশন মানি চেয়ে ব্যবসায়ীদের হুমকি ফোনে অভিযুক্ত সুবোধ