Jawhar Sircar Resignation: জহর সরকারের ইস্তফার সিদ্ধান্তে কী বলছেন আন্দোলনকারী চিকিৎসকরা? ABP Ananda Live
আন্দোলনকারী চিকিৎসক অনিকেত মাহাতো বলেন, 'আমাদের দাবির যে সুর, গণতান্ত্রিক পরিকাঠামোর সঙ্গে থাকা কেউ যদি সেই সুরের সঙ্গে সুর মেলায়, আমাদের দাবির সঙ্গে সহমত হয়ে কোনও পদক্ষেপ নিতে চান তারা সেটা নিতে পারে'
আন্দোলনকারী চিকিৎসক আশফাকউল্লা বলেন, 'ভয় যেমন সংক্রামক, সাহসও সংক্রামক। আস্তে আস্তে সংক্রমণ হচ্ছে। মানুষ সাহস দেখাচ্ছে। মানুষ আরও সদর্থক ভূমিকা পালন করুক। প্রশাসন বা ক্ষমতায় যারা আছেন তারা ভাবুক। হাসপাতাল ছেড়ে এভাবে চিকিৎসা করতে কার ভাল লাগে।'
আন্দোলনকারী চিকিৎসক কিঞ্জল নন্দ বলেন, 'আমরা যে দাবি করেছি তা প্রশাসনের কাছে করেছি। তাঁরা দায়িত্ব নিতে পারছেন না কি পারছেন না সেটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যাদেরকে জানাচ্ছি, আপনারা চলে গিয়ে যেটা করছেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমাদের আন্দোলন যদি ঠিক মনে হয়, তাহলে ভিতরে থেকেই প্রতিবাদ করতে পারেন। সেই প্রতিবাদ সবার করা উচিত।'