RG Kar:RG থেকে বর্ধমান মেডিক্য়াল,মালদা থেকে উত্তরবঙ্গ মেডিক্য়াল।দিকে দিকে উঠছে থ্রেট কালচারের অভিযোগ
ABP Ananda LIVE: আর জি থেকে বর্ধমান মেডিক্য়াল। মালদা থেকে উত্তরবঙ্গ মেডিক্য়াল। দিকে দিকে উঠছে থ্রেট কালচারের অভিযোগ। প্রায় প্রতিটা ক্ষেত্রেই 'থ্রেট কালচারে' নাম জড়ানো পড়ুয়ারা, তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত, অথবা শাসক দলের ছাত্র সংগঠনের ঘনিষ্ঠ। এই আবহে, থ্রেট কালচার চালানোর অভিযোগে, কল্যাণীর কলেজ অফ মেডিসিন অ্যান্ড JNM হাসপাতালের চল্লিশ জন পড়ুয়াকে ছ'মাসের জন্য় বহিষ্কার করল কলেজ কর্তৃপক্ষ।
ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে গ্রেফতার বারাসতের তৃণমূল কাউন্সিলর। ত্রিপুরার ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে কাউন্সিলর-সহ গ্রেফতার ৮ । ব্যবসায়ীকে অপহরণ করে ২ কোটি ২৫ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগ। 'বারাসাতে ২ নং ওয়ার্ডে তৃণমূল কার্যালয় থেকেই অপহরণের ছক। ব্যবসায়ীকে অপহরণের মূল চক্রান্তকারী তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার। কাউন্সিলরের নির্দেশেই ২ কোটি ২৫ লাখ টাকা মুক্তিপণ চায় তাঁর শাগরেদ', কাউন্সিলরের ফোন থেকে উদ্ধার প্রচুর তথ্য, সিআইডি সূত্রে খবর