RG Kar Student Death: 'শ্বাসরোধ করেই খুন, পায়ের পাতায় চোট', বলছে মহিলা চিকিৎসকের ময়নাতদন্ত
ABP Ananda LIVE: আরজি কর হাসপাতালে ধর্ষণের পর খুন হওয়া জুনিয়র মহিলা চিকিৎসকের ময়নাতদন্তের রিপোর্ট আজ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ওই মহিলা চিকিৎসকের যৌনাঙ্গে গভীর ক্ষত রয়েছে। ওই মহিলা মারা যাওয়ার আগে ওই ক্ষত হয়েছিল। আরও ওই ক্ষত থেকে গভীর পরিমাণ রক্তপাত হয়েছে। ডিপ পেনিট্রেশন হয়েছে। নারকীয় অত্যাচারের জেরে ওই মহিলার গোপনাঙ্গ থেকে প্রচুর রক্তপাত হয়েছে। ওই চিকিৎসকের হাইমেন ভেদ করে ডিপ পেনিট্রেশন করা হয়েছে। তদন্তে আরও জানা গেছে যে, তাঁর মাথাতেও চোট এবং শরীরের বিভিন্ন জায়গায় একাধিক আঘাত রয়েছে। ওই চিকিৎসকের ঊর্ধ্বাঙ্গেও আঘাতের চিহ্ন রয়েছে। শ্বাসরোধ করেই খুন করা হয়েছে। পা-এ চোট রয়েছে।
মৃত মহিলার যৌনাঙ্গ থেকে দেহরস সংগ্রহ করে ফরেন্সিক তদন্তের জন্য স্টেট ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে আরও জানা গেছে যে প্রথমে দমবন্ধ করে খুনের চেষ্টা করা হয় পরে ওই মহিলা চিকিৎসককে গলা টিপে হত্যা করা হয়। এছাড়া ওই মহিলার শরীরের একাধিক অঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর পা ভাঙা রয়েছে। শরীরের উপরের অংশেও আঘাত রয়েছে। সেখানে কিছু নখের আঁচড়ের দাগও দেখতে পাওয়া গেছে। শরীরের যেখানে যেখানে আঘাত রয়েছে সেখান থেকে প্রমাণ সংগ্রহ করা হয়েছে। সেগুলির ডিএনএ পরীক্ষা করা হবে। ওই চিকিৎসককে দমবন্ধ করে মারার জন্য প্লাস্টিকের ব্যবহার করা হয়েছে অথবা বালিশ দিয়ে শ্বাসরুদ্ধ করা হয়েছে। তারপর মৃত্যু নিশ্চিত করতে থাইরয়েড গ্ল্যান্ডের কাছে আঘাত করা হয়েছে। ফলে সেখানে ইনজুরি হয়েছে। এর পাশাপাশি শরীরের বিভিন্ন অংশেও ইনজুরি হয়েছে। এভাবেই শরীরের বিভিন্ন অংশে আঘাত করে তাঁর মৃত্যু নিশ্চিত করা হয়েছে। মৃত্যুর আগে তাঁকে যৌন নির্যাতন করা হয়েছে। ডিএনএ পরীক্ষার জন্য ওই চিকিৎসকের শরীর থেকে সংগ্রহ করা নমুনাগুলো