RG kar News: আজ বিকেল পাঁচটায় বৈঠক মুখ্যমন্ত্রীর সঙ্গে, কাটবে জট? ABP Ananda Live
RG Kar Update: অনশনের ১৭ দিন, সংঘাতের মধ্যেই আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক। ১০ দফা দাবি আদায়ে ধর্মতলায় অনশনের আজ ১৭ তম দিন। অনশন চালু রেখেই আজ মুখ্যমন্ত্রী-সাক্ষাতে যাবেন জুনিয়র ডাক্তাররা। অনশন প্রত্যাহার করে সোমবার নবান্নে বৈঠকে বসার আহ্বান জানান মুখ্যসচিব। সেই আবেদনে সাড়া দেননি আন্দোলনকারীরা। মুখ্যসচিবকে পাল্টা ই-মেলও করেছেন জুনিয়র ডাক্তাররা। সেই সঙ্গে নিজেদের ১০ দফা দাবি ই-মেল করে মুখ্যসচিবকে জানিয়ে দেন তাঁরা। কী হবে নবান্নের বৈঠকে? রাজ্য সরকার ও ডাক্তারদের মধ্যে এই টানাপোড়েন কী ঘুচবে? কাটবে অচলাবস্থা? সেদিকেই তাকিয়ে সকলে। দাবি পূরণ না হলে আগামীকাল স্বাস্থ্য ক্ষেত্রে সর্বাত্মক ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থার দাবিতে একদিকে অনশন-আন্দোলন যেমন চলছে, আরেক দিকে জারি থাকছে প্রতিবাদ। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার দিনই রাজ্যজুড়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতর ঘেরাওয়ের ডাক দিয়েছেন ডাক্তাররা। জেলায় জেলায় CMOH-এর দফতর ছাড়াও সল্টলেকের স্বাস্থ্য ভবন, হেলথ্ রিক্রুটমেন্ট বোর্ডের অফিস ঘেরাও করার কর্মসূচি রয়েছে। অন্যদিকে, স্বাস্থ্য দুর্নীতি ও থ্রেট সিন্ডিকেটের আঁতুড়ঘর বলে দাবি করে আজ ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল সাফাই অভিযানের ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। দুপুর ৩টেয় ডাক্তার, স্বাস্থ্য কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষকে এই অভিযানে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। ABP Ananda Live

ট্রেন্ডিং
সেরা শিরোনাম
