RG Kar Live: আরজি কর মেডিক্যাল কলেজে ফের নতুন বিতর্ক !
ABP Ananda Live: আরজি কর মেডিক্যাল কলেজে নতুন বিতর্ক। যে সেমিনার হলে চিকিৎসকের মৃতদেহ পাওয়া গিয়েছিল, ঠিক তার উল্টোদিকে বিশ্রামের ঘর তৈরির জন্য় শুরু হয়েছে সংস্কার। তথ্য়-প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাল SFI ও DYFI. বিষয়টি তাঁর জানা ছিল না। পুলিশকে বলেছেন। জানালেন সদ্য দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ।
আরও খবর, পদত্যাগের চারঘণ্টার মধ্যে কী করে নতুন দায়িত্ব দেওয়া হল সন্দীপ ঘোষকে। তিনি কতটা প্রভাবশালী? আপনারা তাঁকে এভাবে পুরষ্কৃত করতে পারেন না। রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বললেন প্রধান বিচারপতি। কেন তাঁকে তদন্তের আওতায় আনা হচ্ছে না, এই প্রশ্নও তুলল আদালত। এই পরিস্থিতিতে হাইকোর্টের চাপে ছুটিতে যেতে বাধ্য় হন আরজি কর মেডিক্য়াল কলেজের সদ্য় প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষ। ডিভিশন বেঞ্চ এদিন আরও মন্তব্য করে -- "দেহ কি রাস্তায় পড়ে ছিল? সুপার বা অধ্যক্ষ অভিযোগ করেননি কেন? আর কিছু বলতে হবে না, ঝুলি থেকে বেড়াল বেরিয়ে এসেছে।" রাজ্য সরকারের নির্দেশ খারিজ করে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিতে পারবেন না সন্দীপ ঘোষ।